টি-২০ বিশ্বকাপ উপলক্ষ্যে ঘোষিত হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেট দল। ১৫ জনের দল ঘোষণা করে একাধিক চমক দিয়েছে বিসিসিআই। কিন্তু দল ঘোষণা হলেও ৫ ক্রিকেটারের ফর্ম নিয়ে রয়েছে চিন্তা। যারা প্রথম দলের ক্রিকেটার।

T20 World Cup 2024: কারা পাচ্ছেন টি-২০ বিশ্বকাপের ভারতীয় দলে সুযোগ? রোহিত-আগরকর বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত! রইল আপডেট

মুম্বই: ২ জুন থেকে শুরু হতে চলেছে টি-২০ বিশ্বকাপ। ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় বসছে এবারের টি-২০ বিশ্বকাপের আসর। ভারতীয় দল ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করতে চলেছে টিম ইন্ডিয়া। আসন্ন টি-২০ বিশ্বকাপে ভারতীয় দলের কোন কোন ক্রিকেটাররা সুযোগ পাবেন তা নিয়ে জল্পনার অন্ত নেই।

ইতিমধ্যেই দল ঘোষণা করে দিয়েছে নিউজিল্যান্ড। আইসিসির নিয়ম অনুযায়ী পয়লা মে-র মধ্যে প্রতিটি দেশকে তাদের ১৫ জলের দল জমা দিতে হবে। আর যদি কারও চোট-আঘাত জনিত সমস্যা থাকে বা দল পরিবর্তন করতে হয় তাহলে তা করতে হবে ২৫ মে-র মধ্যে। বিসিসআই সূত্রে খবর, আইসিসির ডেড লাইনের শেষ দিনেই অর্থাৎ পয়লা মে দল ঘোষণা করতে চলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের আগে দিল্লিতে পৌছে গিয়েছিলেন বিসিসিআইয়ের প্রধান নির্বাচক অজিত আগরকর। তিনি অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে দল গঠন নিয়ে বৈঠকও করেছেন বলে জানা গিয়েছে। তবে চূড়ান্ত দল বাছতে গিয়ে রীতিমত রোহিত-আগরকরকে হিমসিম খেতে হচ্ছে বলে সূত্রের খবর। তবে মঙ্গলবারের মধ্যেই চূড়ান্ত সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা।

আরও পড়ুনঃ Cricketer Love Story: টিম ইন্ডিয়ার তারকা ক্রিকেটারের সঙ্গে প্রেম, বিয়ের আগেই গর্ভবতী হয়েছেন অভিনেত্রী! তারপর যা ঘটেছিল

এক ঝলকে দেখে নিন আসন্ন টি-২০ বিশ্বকাপের ভারতের সম্ভাব্য ১৫ জনের স্কোয়াড: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, শিভমান গিল, কেএল রাহুল (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, রিঙ্কু সিং / সঞ্জু স্যামসন (উইকেটকিপার), শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আর্শদীপ সিং, রবি বিষ্ণোই / যুজবেন্দ্র চাহল