খেলা India vs Pakistan in Cricket World Cup: এক মাস পরেই আবার ক্রিকেট ‘বিশ্বকাপ’, মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান Gallery October 8, 2024 Bangla Digital Desk রোহিত শর্মা-বিরাট কোহলিদের হাত ধরে টি২০ বিশ্বকাপ জেতার স্মৃতি এখনও টাটকা। রবিবার মহিলাদের টি২০ বিশ্বকাপেও পাকিস্তানের মহিলা দলকে হারিয়ে দিয়েছে ভারত। এবার আবার ‘বিশ্বকাপ’ খেলতে নামবে ভারত, পাকিস্তান। চলতি বছরের নভেম্বরেই হংকংয়ে অনুষ্ঠিত হতে চলেছে ৫ ওভারের ক্রিকেট ‘বিশ্বকাপ’। পোশাকি নাম হংকং সিক্সেস। সেই প্রতিযোগিতাতেই মুখোমুখি হতে পারে ভারত-পাকিস্তান। এই প্রতিযোগিতায় এক সময়ে খেলেছেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র ধোনি, অনিল কুম্বলের মতো তারকা ক্রিকেটার। ৭ বছর পরে আবার স্বমহিমায় ফিরতে চলেছে এই টুর্নামেন্ট। নভেম্বর মাসের ১ থেকে ৩ তারিখ পর্যন্ত হংকংয়ে অনুষ্ঠিত হবে এই আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা। ভারত, পাকিস্তান-সহ মোট ১২টি দল নিয়ে এবার অনুষ্ঠিত হবে হংকং সিক্সেস। নিয়ম অনুযায়ী, এই টুর্নামেন্টে প্রতিটি দলে ৬ জন করে খেলোয়াড় থাকবেন। একটি দল প্রতিটি ইনিংসে সর্বোচ্চ ৫ ওভার খেলতে পারবে। ৬ জনের মধ্যে ৫ জন ক্রিকেটারকে এক ওভার করে বল করতে হবে। পাকিস্তান ইতিমধ্যেই তাঁদের দল ঘোষণা করেছে। ভারতের হয়ে কারা খেলে সেটাই দেখার।