রোহিত, বিরাটের অবসর, এবার ভারতের ব্যাটিং লাইনআপ কেমন হবে? দেখে নিন

মুম্বই: টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। সে আনন্দ তো আছেই। তবে ভারতীয় ক্রিকেট সমর্থকদের মন খারাপের কারণও আছে। একসঙ্গে তিনজন ভারতীয় ক্রিকেট তারকা অবসর ঘোষণা করেছেন। রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা।

বিশ্বকাপ জিতেও বিশ্রামের সুযোগ নেই ভারতীয় ক্রিকেট দলের। যদিও বিশ্বকাপ খেলা ক্রিকেটারদের বিশ্রামের সুযোগ রয়েছে। আজ থেকে জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ভারত। আজ প্রথম ম্যাচ। বিশ্বচ্যাম্পিয়ন দলের তারকা ক্রিকেটাররা অবশ্য এখ ছুটি কাটাচ্ছেন।

আরও পড়ুন- ‘অহঙ্কার এসে যায়…’ ইগোকে দমিয়ে রেখে খেলাকে সম্মান দিতেই সাফল্য: বিরাট

রোহিত শর্মা-বিরাট কোহলির মতো তারকারা আর দেশের জার্সিতে টি-২০ বিশ্বকাপ খেলবেন না। সুযোগ পাবেন নতুন তারকারা। ক্রিকেটের ছোট ফরম্যাটে তা হলে ভারতের ব্যাটিং লাইনআপ কেমন হবে, তা নিয়ে রয়েছে জল্পনা।

—- Polls module would be displayed here —-

জিম্বাবোয়ের বিরুদ্ধে আজ থেকে সিরিজ শুরু। তার আগে ভারতের ব্যাটিং অর্ডার সম্পর্কে ধারণা দিয়েছেন এই সফরে ভারতের অধিনায়ক শুভমান গিল। সংবাদ সম্মেলনে তিনি বলছিলেন, ‘এই সিরিজে আমার সঙ্গে অভিষেক শর্মা ওপেন করবে। তিন নম্বরে ব্যাট করবে রুতুরাজ গায়কোয়াড়।’ আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে খেলা ক্রিকেটার রায়ান পরাগ এবং ধ্রুব জুরেলেরও অভিষেক হতে পারে এই সিরিজে। খবর এমনই।

দেশের হয়ে ক্যাপ্টেন হিসেবে অনেক দায়িত্ব গিলের উপর। তিনি জানিয়েছেন, ‘আমি আইপিএলে অধিনায়কত্ব করেছি। অনেক কিছু শিখেছি সেখানে। প্রথমবার অধিনায়ক হয়েই নিজের সম্পর্কে আমি অনেক কিছু জেনেছি। খেলাটার বিষয়ে অনেক ব্যাপারে জেনেছি। আমি মনে করি অধিনায়ক হিসেবে একজন যা কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয় তার বেশিরভাগটাই মানসিক।’

এ তো গেল সিরিজের হিসেব। তবে ভারতের টি-টোয়েন্টি দলে থাকবেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, হার্দিক পান্ডিয়ার মতো তারকারা। এ ছাড়া এবারের বিশ্বকাপ দলে থাকা যশস্বী জয়সওয়াল ও শিভম দুবেরাও জিম্বাবোয়ে সিরিজে খেলবেন। টপ অর্ডারের জায়গা দখলের মতো অনেকেই আছেন লড়াইয়ে। জসপ্রিত বুমরাহ, অরশদীপ সিং, মহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব ও অক্ষর প্যাটেলের মতো বিশ্বকাপ জেতানো তারকারাও রয়েছেন।

জিম্বাবোয়ের বিরুদ্ধে ভারত পাঁচ ম্যাচের সিরিজ খেলবে। সবকটি ম্যাচই হবে হারারেতে। সেপ্টেম্বর-অক্টোবরে ভারত সফরে আসবে বাংলাদেশ ক্রিকেট দল।