এক ঝলকে দেখে নিন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), শুভমান গিল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএল রাহুল (উইকেটকিপার), ঋষভ পন্থ (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ / যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং / মহম্মদ শামি।

Team India: লম্বা ছুটিতে টিম ইন্ডিয়া, কবে মাঠে ফিরবে রোহিত-বিরাটরা? রইল ভারতের আগামী সূচি

শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে লজ্জার হারের সম্মুখীম হতে হয়েছে ভারতীয় দলকে। একদিনের ক্রিকেটে কোচ গৌতম গম্ভীর ও অধিনায়ক রোহিত শর্মা জুটির শুরুটা খুব একটা ভাল হল না। শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজ হারের পর স্বভাবতই হতাশ গোটা ভারতীয় দল। ১৪ বছর পর বর্তমানে ওডিআই র‍্যাঙ্কিংয়ে সাত নম্বরে থাকা শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ হারের কাঁটা অনেক দিন বিঁধবে ভারতীয় দলকে।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজ হারের পর দীর্ঘ বিরতি পাচ্ছে ভারতীয় দল। একমাসেরও বেশি সময় ছুটি পাচ্ছেন রোহিত শর্মা ও বিরাট কোহলিরা। টিম ইন্ডিয়া ফের মাঠে নামবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে। ১৯ সেপ্টেম্বর সিরিজের প্রথম টেস্ট, ২৭ সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচ। এরপর ৩ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত ও বাংলাদেশ। ৬,৯ ও ১২ অক্টোবর হে ৩টি টি-২০ ম্যাচ।

এরপর দেশের মাটিতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারতীয় দল। ১৬ ও ২৪ অক্টোবর সিরিজের প্রথম দুটি টেস্ট। তৃতীয় টেস্ট হবে পয়লা নভেম্বর থেকে। কিউইদের বিরুদ্ধে টেস্ট সিরিজে পর প্রোটিয়াদের বিরুদ্ধে ৪টি টি-২০ ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া। ৮, ১০, ১৩ ও ১৫ নভেম্বর হবে চারটি ম্যাচ।

আরও পড়ুনঃ Gautam Gambhir: বেজে গেল গম্ভীরের ওয়ার্নিং বেল! সামনে কঠিন চ্যালেঞ্জ টিম ইন্ডিয়ার কোচের সামনে

তারপর অস্ট্রেলিয়ার যাবে ভারতীয় দল টেস্ট সিরিজ খেলতে। বর্ডার গাভাসকর ট্রফিকে ৫টি টেস্ট খেলবে ভারতীয় দল। ২২ নভেম্বর, ৬ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর, ২৬ ডিসেম্বর হবে সিরিজের প্রথম চারটি টেস্ট। সিরিজের শেষ ম্যাচ হবে নতুন বছরের ৩ জানুয়ারি থেকে।