কারণ হিসাবে যাত্রী জানান, তিনি একটি দুঃস্বপ্ন দেখেছিলেন, যেই কারণে ট্রেন থেকে নামতে চাইছিলেন। কিন্তু ট্রেন তখন মথুরা স্টেশন ছেড়ে দেয় যার ফলে তিনি চেন টেনে ট্রেন থামান।

Indian railways: চেন টেনে ট্রেন থামালেন যাত্রী, কারণ শুনলে চমকে উঠবেন… তবু গুনতে হল জরিমানা

উপযুক্ত কারণ ছাড়া চেন টেনে ট্রেন থামানো সব সময়ই শাস্তিযোগ্য অপরাধ। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে মথুরা জংশনের কাছে।
উপযুক্ত কারণ ছাড়া চেন টেনে ট্রেন থামানো সব সময়ই শাস্তিযোগ্য অপরাধ। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে মথুরা জংশনের কাছে।
সেখান থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পরে  এক যাত্রী চেন টেনে ট্রেন থামান। ট্রেন থামার সঙ্গে সঙ্গে এক যাত্রী ট্রেন থেকেও নেমেও যান। তবে জিআরপি এবং আরপিএফ তাঁকে আটক করে কারণ জিজ্ঞেস করে।
সেখান থেকে ট্রেন ছেড়ে দেওয়ার পরে এক যাত্রী চেন টেনে ট্রেন থামান। ট্রেন থামার সঙ্গে সঙ্গে এক যাত্রী ট্রেন থেকেও নেমেও যান। তবে জিআরপি এবং আরপিএফ তাঁকে আটক করে কারণ জিজ্ঞেস করে।
চেন টানার কারণ জানতে চাইলে সেই যাত্রীর উত্তর শুনে হতাশ হন অন্যান্য যাত্রীরা। বারবার সেই যাত্রী চেন টানার ,কারণে ক্ষমা চাইলেও কোনও কথা শুনতে চায়নি জিআরপি।
চেন টানার কারণ জানতে চাইলে সেই যাত্রীর উত্তর শুনে হতাশ হন অন্যান্য যাত্রীরা। বারবার সেই যাত্রী চেন টানার ,কারণে ক্ষমা চাইলেও কোনও কথা শুনতে চায়নি জিআরপি।
কারণ হিসাবে যাত্রী জানান, তিনি একটি দুঃস্বপ্ন দেখেছিলেন, যেই কারণে ট্রেন থেকে নামতে চাইছিলেন। কিন্তু ট্রেন তখন মথুরা স্টেশন ছেড়ে দেয় যার ফলে তিনি চেন টেনে ট্রেন থামান।
কারণ হিসাবে যাত্রী জানান, তিনি একটি দুঃস্বপ্ন দেখেছিলেন, যেই কারণে ট্রেন থেকে নামতে চাইছিলেন। কিন্তু ট্রেন তখন মথুরা স্টেশন ছেড়ে দেয় যার ফলে তিনি চেন টেনে ট্রেন থামান।
কারণ শুনে জিআরপি তাঁকে জানায়, এটা চেন টানার কোনও উপযুক্ত কারণ না, যার ফলে তাঁকে জরিমানা দিতে হবে।
কারণ শুনে জিআরপি তাঁকে জানায়, এটা চেন টানার কোনও উপযুক্ত কারণ না, যার ফলে তাঁকে জরিমানা দিতে হবে।
উপযুক্ত কারণ ছাড়া চেন টেনে ট্রেন থামালে ৬ মাস থেকে ১ বছরের জেল এবং ১০০০ টাকা জরিমানা দিতে হয়।
উপযুক্ত কারণ ছাড়া চেন টেনে ট্রেন থামালে ৬ মাস থেকে ১ বছরের জেল এবং ১০০০ টাকা জরিমানা দিতে হয়।