কলকাতা: কত ক্রিকেটার আসে-যায়! কেউ নিজেকে প্রমাণ করেন, কেউ হারিয়ে যান অচিরেই! তবে আজ আমরা যে পাঁচজন ক্রিকেটারের নাম বলব, তাঁরা হারিয়ে যাওয়ার জন্য আসেননি। বরং আইপিএলে খেলতে নামার পর থেকে তাঁরা কেবল সাফল্যের পাহাড় চড়েছেন।
এই পাঁচজন ক্রিকেটারকে কখনও কোনও ফ্র্যাঞ্চাইজি ছাড়েনি। আর সেই তালিকায় প্রথম নামটাই হল বিরাট কোহলির। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জেতার পর বিরাট কোহলিকে নেওয়ার সুযোগ ছিল দিল্লির সামনে। তবে তারা বিরাট কোহলিকে দলে নিতে পারেনি।
আরও পড়ুন- বাইক একটানা কত কিলোমিটার চালানো উচিত? না জানা থাকলে শরীরে সমস্যা বাড়ে
এর পর বিরাট কোহলি আরসিবিতে যোগ দেন। তার পর থেকে আরসিবি কখনও তাঁকে রিলিজ করেনি। প্রায় দেড় দশক ধরে কোহলি খেলছেন আরসিবির জার্সি গায়ে।
২০১২ সালে কেকেআরে যোগ দিয়েছিলেন সুনীল নারিন। ক্যারিবিয়ান মিস্ট্রি স্পিনার। তার পর থেকে কেকেআরের আন্যতম ভরসাযোগ্য ক্রিকেটার হয়ে উঠেছেন তিনি। কেকেআর তাঁকে কখনও রিলিজ করেনি। এমনকী সুনীল নারিনও কেকেআর ছাড়ার কথা ভাবেননি।
প্রথম আইপিএল মরশুমে মুম্বইতে যোগ দেন সচিন তেন্ডুলকর। তার পর থেকে মুম্বই কখনও সচিনকে ছাড়েনি। এমনকী খেলা ছাড়ার পর সচিন মেন্টর হিসেবে মুম্বইয়ের সঙ্গে যুক্ত হয়ে আছেন।
আরও পড়ুন- মাত্র এক লাখ টাকার স্কুটার কিনলেন অর্জুন কাপুর! কোটি টাকার গাড়ি কিনলেন না কেন?
১৯ বছর বয়সী ঋষভ পন্থকে ২০১৬ সালে দলে নিয়েছিল দিল্লি। তার পর থেকে পন্থ দিল্লির হয়ে খেলছেন। এমনকী ক্যাপ্টেনও হয়েছেন। তবে দিল্লির সাফল্য আইপিএলে কিছু নেই।
আইপিএলে সব থেকে সফল অধিনায়ক এমএস ধোনি। সিএসকে তাঁকে কখনও রিলিজ করেনি। এমনকী সিএসকে ব্যান হওয়ার পর বাধ্য হয়ে ধোনি অন্য দলে খেলেন। তবে সিএসকে ফিরতেই তিনিও আবার দলে ফিরে যান।