মাসের সেরা ক্রিকেটার কে?

গোটা বিশ্বকাপ চলে গেল! ‘এই’ ৪ জন বাইরেই বসে থাকলেন, টিম ইন্ডিয়ার গেট বন্ধ!

বার্বাডোজ: গোটা দেশ উৎসবে মাতোয়ারা। তবে তাঁদের মনে এখন কী চলছে! একবারের জন্য কি ভাবছেন না, একটা ম্যাচ খেলতে পারলেও হত! একেবারে বাইরে বসে থাকাটা…

টিম ইন্ডিয়া অপরাজিত থেকে টি২০ বিশ্বকাপ জিতল। ফাইনালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে জিততে বেগ পেতে হয়েছিল ঠিকই। তবে শেষমেশ ভারতীয় দলই কাপ জিতেছে। গোটা দেশে এখন উৎসবের আবহ। তার মধ্যে এই চারজনের নিশ্চয়ই একটু হলেও মন খারাপ!

একটা ম্যাচও তাঁরা খেলতে পারলেন না বিশ্বকাপে। অথচ তাঁরা চারজনই জাতীয় দলের জার্সি গায়ে বিশ্বকাপে খেলার যোগ্য দাবিদার। যে চারজনের কথা আমরা এখানে বলছি তাঁরা হলেন- যুজবেন্দ্র চাহাল, রিঙ্কু সিং, যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল।

আরও পড়ুন- বিরাট-যুগ শেষ, T20-তে কোহলির ব্যাটন এবার কার হাতে? স্পষ্ট হয়ে গেল বিশ্বজয়ের পরই!

এমন কোনও ক্রিকেট সমর্থক হয়তো নেই যিনি বলবেন, এই ৪ জনের সুযোগ পাওয়া উচিৎ ছিল না। ওঁরা চারজনই যোগ্য। তবে টিম ইন্ডিয়ার গেট তাঁদের জন্য বন্ধই থাকল। গোটা বিশ্বকাপ কেটে গেল বেঞ্চে বসে। শুভমান গিল তো দেশেই ফিরে গিয়েছিলেন।

—- Polls module would be displayed here —-

বিরাট-রোহিত ওপেনিং জুটি গোটা বিশ্বকাপে রান পায়নি। তবুও টিম ম্যানেজমেন্ট কোহলিকে তিনে নামিয়ে যশস্বীকে ওপেনার হিসেবে দলে নেওয়ার কথা ভাবেনি। শিবম দুবে গোটা বিশ্বকাপে আহামরি পারফর্ম করতে পারলেন না। আর রিঙ্কু সিং হয়তো তা দেখে হাত কামড়ে গেলেন!

আরও পড়ুন- শেষ হল ‘জয়-বিরু’র অধ্যায়, বিশ্বকাপ জিতিয়ে বিরাটের পর T20 ক্রিকেটকে বিদায় রোহিতের

স্পিনিং ট্র্যাক ছিল এবারের বিশ্বকাপে। কুলদীপ যাদব খেললেন, নিজেকে প্রমাণ করলেন, সময়মতো ম্যাচের মোড় ঘুরিয়ে দিলেন। আর সেসব বাইরে থেকে বসে দেখলেন চাহাল। শুভমান গিলের হয়তো মনটা সব থেকে বেশি ভারী হয়ে থাকত! তাঁকে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত বলে ধরা হয়। এমন ক্রিকেটারের পক্ষে বাইরে বসে বিশ্বকাপ দেখা শাস্তির থেকে কম নয়।