খেলা ছাড়লেন ভারতের তারকা ক্রিকেটার, এই তো বিশ্বকাপ শুরু হল, এর মধ্যেই বড় ঘটনা

নয়াদিল্লি: এই তে সবে বিশ্বকাপ শুরু হল। এর মধ্যেই ভারতীয় দলের একজন ক্রিকেটার অবসর ঘোষণা করে দিলেন। তিনি অনেকটা ধোনির কায়দায় অবসর ঘোষণা করলেন। কেউ কিছুই জানল না আগে থেকে। রীতিমতো চুপচাপ খেলা ছেড়ে দিলেন তিনি।

টিম ইন্ডিয়ার ব্যাটিং অলরাউন্ডার কেদার যাদব ক্রিকেটের সব ফর্ম্যাট থেকে অবসর ঘোষণা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই তথ্য জানান। ৩৯ বছর বয়সী এই তারকা ক্রিকেটার ভারতের হয়ে তাঁর শেষ ম্যাচ 8 ফেব্রুয়ারি, ২০২০ সালে খেলেছিলেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে।

আরও পড়ুন- টি২০ বিশ্বকাপের জিতলে কত টাকা? ঘোষণা আইসিসির, এবার সবচেয়ে বেশি টাকা

সেবার চার ম্যাচের ওয়ানডে সিরিজে তিনি মাত্র ৩৫ রান করেছিলেন। ওই সিরিজে তিনি মাত্র দুটি ম্যাচে প্লেয়িং ইলেভেনে ছিলেন। তার পর থেকেই আর ভারতীয় দলে সুযোগ পেতেন না তিনি। তবে একটা সময় দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার হয়েছিলেন তিনি।

কেদার যাদবের ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়। তিনি ১৬ নভেম্বর ২০১৪-তে রাঁচিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ানডে খেলেন। ৭৩টি ওডিআইতে কেদার ৪২.০৯ গড়ে ১৩৮৯ রান করেছেন।

দুটি সেঞ্চুরি ও ৬টি হাফ সেঞ্চুরি করেন তিনি। কেদারের নামের পাশে ২৭চি উইকেট রয়েছে। আন্তর্জাতিক T20-তে তিনি ৯টি ম্যাচে ১২৩.২৩ স্ট্রাইক রেটে ৫৮ রান করেছেন।

আরও পড়ুন- কাঁড়িকাঁড়ি টাকা দিয়ে নয়, এবার এই চ্যানেলে ফ্রিতে দেখুন টি টোয়েন্টি বিশ্বকাপ

কেদার যাদব ভারতীয় দল ছাড়াও তিনি দীর্ঘদিন ধরে আইপিএলে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেছেন। তিনি সানরাইজার্স হায়দরাবাদের প্রতিনিধিত্ব করেন।

মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে কেদার যাদব দুর্দান্ত পারফর্ম করেছেন। আইপিএলে ৯৫ ম্যাচে ১২৩.১৭ স্ট্রাইক রেটে ১১৯৬ রান করেছেন। চারটি হাফ সেঞ্চুরির ইনিংস খেলেছেন।