অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে ‘ধর্ষণের হুমকি’! সক্রিয় শিশুসুরক্ষা কমিশন

Abhishek Banerjee: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কন্যাকে ‘ধর্ষণের হুমকি’! স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করল শিশুসুরক্ষা কমিশন

কলকাতা: আরজি কর কাণ্ড তোলপাড় গোটা বাংলা। এর মাঝেই তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ন’বছরের কন্যাকে ‘ধর্ষণের হুমকি’ দেওয়ার অভিযোগ। কড়া পদক্ষেপ করল পশ্চিমবঙ্গ শিশুসুরক্ষা কমিশন। আরজি কর-কাণ্ডের প্রতিবাদ কর্মসূচি থেকে ওই হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ করতে বলা হয়েছে। ভিডিওর সত্যতা যাচাই করেনি নিউজ ১৮ বাংলা।

কমিশনের তরফে একটি বিবৃতিতে বলা হয়েছে, ‘‘কমিশন এই ধরনের মন্তব্যের তীব্র বিরোধিতা করছে এবং অবিলম্বে আইনি পদক্ষেপের দাবি জানাচ্ছে। পকসো, ইউএনসিআরসি আইনে এই ঘটনার বিরুদ্ধে পদক্ষেপ করা উচিত। দেশ যখন ধর্ষণের ঘটনার প্রতিবাদ করছে, তখন আরও একটি ধর্ষণের হুমকিআইনবিরুদ্ধ। পুলিশের কাছে কমিশন অনুরোধ করছে দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করে নাবালিকার সুরক্ষার বন্দোবস্ত করা হোক।’’

প্রতিবাদ করে ডেরেক ও ব্রায়েন সমাজমাধ্যমে লেখেনন, ‘‘এ বার আপনারা সব সীমা অতিক্রম করে ফেললেন। শিশুদের ভয় দেখানো বন্ধ করুন। আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কন্যাকে এই ধরনের হুমকির প্রতিবাদ করার ভাষা নেই।’’

আগামিকাল, ২৭ অগাস্টের নবান্ন অভিযানের আগে স্টিং অপারেশনে তোলা ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ করল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস৷ এ দিন দুটি ভিডিও প্রকাশ করে তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছেন, আগামিকালের কর্মসূচিকে রক্তাক্ত করতে এবং হিংসা ছড়িয়ে দিতে বড় চক্রান্ত চলছে৷ এমন কি, পুলিশের পোশাক পরে মিছিলে আসা মানুষের উপর গুলি চালানো হতে পারে বলেও অভিযোগ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷ রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যও অভিযোগ করেন, আগামিকালের কর্মসূচির কোনও অনুমতি এখনও পর্যন্ত নেওয়া হয়নি৷