এবার প্রশ্ন হচ্ছে ট্রফিটি কার কাছে থাকে? আইসিসির নিয়ম অনুযায়ী, কয়েক দিনের জন্য় জয়ী দলকে দেওয়া হয় আসল ট্রফিটি। তারপর জয়ী দলকে আসল ট্রফির রেপ্লিকা দেওয়া হয়। আর আসল ট্রফিটি থাকে আইসিসির দফতরে।

বিশ্বকাপ থেকে ছিটকে যাবে ‘এই’ দল! সোমবার বড় ম্যাচ, বিশ্বকাপ জমে গেল

বার্বাডোজ: সোমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সেমিফাইনালে উঠতে চাইবে ভারতীয় ক্রিকেট দল। ২০২৪ টি২০ বিশ্বকাপের সুপার 8-এর শেষ ম্যাচে গ্রস আইলেটে মুখোমুখি হবে ভারত-অস্ট্রেলিয়া।

আফগানিস্তানের বিরুদ্ধে হারের পর এই ম্যাচটি অস্ট্রেলিয়ার জন্য ডু অর ডাই ম্যাচে পরিণত হয়েছে। সুপার 8-এ টানা তৃতীয় জয় দিয়ে শেষ চারে প্রবেশ করতে চাইবে ভারতীয় দল। এদিকে ভারতের বিরুদ্ধে হারলে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হতে পারে ২০২১ বিশ্বকাপের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। সেমিফাইনালের অঙ্ক ক্রমশ জটিল হচ্ছে।

আফগানিস্তানের কাছে হারের পর চাপে অস্ট্রেলিয়া। তারা নিজেদের জয়ের পাশাপাশি চাইবে, রশিদ খানের দল যেন সোমবার রাতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচটা হারে।

আরও পড়ুন- লারার ভবিষ্যদ্বাণী মিলছে একে একে! যে দলে বাজি ধরেছিলেন, তারাই বিশ্বকাপ কাঁপাচ্ছে

সুপার এইটে আফগানিস্তান ও বাংলাদেশকে হারিয়েছে ভারত। গ্রুপের শেষ ম্যাচে অজিরা যদি ভারতকে হারায় এবং আফগানরা হারিয়ে দেয় বাংলাদেশকে, তবে তিন দলের পয়েন্ট হবে চার করে। সেক্ষেত্রে নেট রানরেট বড় ভূমিকা পালন করবে।

সুপার এইটের গ্রুপ ওয়ানে ২ ম্যাচে ২ জয়, নেট রানরেট +২.৪২৫ নিয়ে শীর্ষে ভারত। ২ ম্যাচে ১ জয়, নেট রানরেট +০.২২৩ নিয়ে দ্বিতীয় অস্ট্রেলিয়া, ২ ম্যাচে ১ জয়, নেট রানরেট -০.৬৫০ নিয়ে তৃতীয় আফগানিস্তান, ২ ম্যাচে ২ হার, নেট রানরেট -২.৪৮৯ নিয়ে চতুর্থ বাংলাদেশ।

—- Polls module would be displayed here —-

শনিবার রাতে পৌঁছে গেলেও ভারতীয় দল অনুশীলন করেনি। ড্যারেন স্যামি স্টেডিয়ামে শেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৬৪ রানের লক্ষ্য তাড়া করতে পারেনি ইংল্যান্ড।

আরও পড়ুন- অস্ট্রেলিয়ার কাছে হারলে ভারতের কী হবে? সেমিফাইনালের আশা শেষ? টিম ইন্ডিয়ার চাপে!

অস্ট্রেলিয়ার দুর্বল ফিল্ডিং তাদের ভাবাচ্ছে। কোহলি কীভাবে লেগ স্পিনার অ্যাডাম জাম্পার মুখোমুখি হন তাও বড় বিষয়। কারণ  বিরাট একাধিকবার জাম্পার শিকার হয়েছেন।

ভারত বনাম অস্ট্রেলিয়া ম্যাচটি সেন্ট লুসিয়ার গ্রস আইলেটে অনুষ্ঠিত হবে। ভারতীয় সময় রাত ৮টা থেকে ড্যারেন স্যামি জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচটি শুরু হবে। এই বিশ্বকাপে ভারতীয় দল এখনও অপরাজিত। এখনও পর্যন্ত খেলা পাঁচটি ম্যাচের সবকটিতেই জিতেছে টিম ইন্ডিয়া।