Tilak Varma: ভাঙা ব্যাটে খেলতে হয়েছে পয়সার অভাবে! আজ সে ছেলেই মুম্বইয়ের ভরসা আইপিএলে

বেঙ্গালুরু! বছর একুশের দোহারা চেহারার ছেলেটা যে প্রতিভাবান ব্যাটসম্যান সেটা ইঙ্গিত পাওয়া গিয়েছিল এক বছর আগের আইপিএলে। মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে নিজের জাত চিনিয়েছিলেন তিনি। এবারের আইপিএলে প্রথম ম্যাচে মুম্বই বিরাট কোহলির আরসিবির কাছে হেরে গেলেও তিলক বর্মা সকলের নজর টেনেছেন তার ৪৬ বলে ৮৪ রানের ইনিংসের জন্য। হায়দারাবাদ থেকে উঠে আসা এই তরুণ ব্যাটসম্যান খুব কষ্টে কাটিয়েছেন ছেলেবেলা।

অনূর্ধ ১৬ ক্রিকেটে সর্বোচ্চ রান করেছিলেন। কিন্তু ভাল ব্যাট ছিল না। ভাঙা ব্যাটেই প্রমাণ করেছিলেন নিজের দক্ষতা। কোচ সালাম বায়েশ নিজের টাকা দিয়ে তিলককে একটা নতুন ক্রিকেট কিট কিনে দিয়েছিলেন। সামান্য ইলেকট্রিক মিস্ত্রি বাবার ক্ষমতা ছিল না ২৫ হাজার টাকার কিট কিনে দেওয়ার। কিন্তু তাতে প্রতিভা আটকে যায়নি।

আরও পড়ুন – Virat Kohli: বিরাট দাপট! ৮ কোটির ভয়ঙ্কর পেসারকে ছাতু করে নতুন বার্তা কিং কোহলির

আজ তিলক আইপিএলের ছেলে নিজের জীবন বদল করার জায়গা পেয়েছেন। আর্থিকভাবে উন্নত হয়েছে তার জীবন। মা বাবার জন্য একটা বাড়ি করতে চান সবার আগে। রোহিত শর্মা নিজে বলেছেন তিলক তিনটে ফরম্যাটের ক্রিকেটার হয়ে ওঠার ক্ষমতা রাখেন। সুনীল গাভাসকার মনে করেন তিলক দু বছরের ভেতর সিনিয়র ভারতীয় দলে জায়গা করে নিতে পারে।

বয়স কম হলেও মাথাটা বরফের মত ঠান্ডা। চাপের মুহূর্তে খেলা ধরতে জানেন। এটা বড় ক্রিকেটারের গুণ। ম্যাচের পর দেখা গিয়েছে বিরাট কোহলির থেকে টিপস নিচ্ছেন তিলক। অনেকে আবার তাকে দেখে যুবরাজ সিংয়ের সঙ্গে তুলনা করছেন। তিলক জানিয়েছেন তিনি নিজের মতোই হতে চান।

আপাতত ভারতীয় দল নিয়ে ভাবছেন না। মুম্বই ইন্ডিয়ান্স তাকে যে সুযোগ দিয়েছে সেটাই কাজে লাগাতে চান। পরবর্তী লক্ষ্য অবশ্যই দেশের প্রতিনিধিত্ব করা। তিলক এই মুহূর্তে একটা করে ম্যাচ ধরে এগোতে চান। আইপিএলে ধারাবাহিক রান করে মুম্বইকে চ্যাম্পিয়ন করতে সাহায্য করতে চান।