How to get rid of Ants: বর্ষাকালে বেড়েছে পিঁপড়ের উৎপাত! রইল তাড়ানোর ৬ সহজ উপায়, একেবারে ঘরোয়া

1.বর্ষাকাল শুরু হলেই ঘরে পোকামাকড়, মশা-মাছি বাড়তে শুরু করে। ঠিক তেমনই বাড়ে পিঁপড়ের আনাগোনা৷ সে কালো পিঁপড়েই হোক কী লাল৷ চিনি থেকে শুরু করে খাবার দাবার, একটু খোলা পেলেই হল, সঙ্গে সঙ্গে সারি বেঁধে চলে আসবে পিঁপড়েরা৷
1. বর্ষাকাল শুরু হলেই ঘরে পোকামাকড়, মশা-মাছি বাড়তে শুরু করে। ঠিক তেমনই বাড়ে পিঁপড়ের আনাগোনা৷ সে কালো পিঁপড়েই হোক কী লাল৷ চিনি থেকে শুরু করে খাবার দাবার, একটু খোলা পেলেই হল, সঙ্গে সঙ্গে সারি বেঁধে চলে আসবে পিঁপড়েরা৷
পিঁপড়ে তাড়ানোর জন্য আমরা কোনও সময়েই বিশেষ কোনও ব্যবস্থা নিই না৷ ঘরদোর ফিনাইল বা ফ্লোর ক্লিনার দিয়ে পরিষ্কার রাখাটুকুই করা হয় যা৷ কিন্তু, জানেন কি, সাধারণ কিছু ঘরোয়া জিনিস পত্র দিয়ে অনায়াসেই তাড়ানো যায় পিঁপড়েদের? এই প্রতিবেদনে সেগুলি নিয়েই আলোচনা করব আমরা৷
পিঁপড়ে তাড়ানোর জন্য আমরা কোনও সময়েই বিশেষ কোনও ব্যবস্থা নিই না৷ ঘরদোর ফিনাইল বা ফ্লোর ক্লিনার দিয়ে পরিষ্কার রাখাটুকুই করা হয় যা৷ কিন্তু, জানেন কি, সাধারণ কিছু ঘরোয়া জিনিস পত্র দিয়ে অনায়াসেই তাড়ানো যায় পিঁপড়েদের? এই প্রতিবেদনে সেগুলি নিয়েই আলোচনা করব আমরা৷
আজকাল অনেক গৃহস্থ বাড়িতেই ভিনিগার থাকে৷ খাবার দাবারে ব্যবহার করা ছাড়াও কিন্তু ভিনিগারের বহু উপযোগিতা রয়েছে৷ রান্নাঘরে বা বাড়ির যে কোনও কোথাও পিঁপড়ের লাইন দেখলে সেখানে ভিনিগার মেশানো জল ছিটিয়ে দিন৷ স্প্রে করলে সবচেয়ে ভাল হয়৷ এছাড়া, বর্ষাকালে আধা বালতি জলে ২-৩ চামচ সাদা ভিনেগার মিশিয়ে ঘর মুছে নিলেও ঘরে পিঁপড়া আসা বন্ধ হয়।
আজকাল অনেক গৃহস্থ বাড়িতেই ভিনিগার থাকে৷ খাবার দাবারে ব্যবহার করা ছাড়াও কিন্তু ভিনিগারের বহু উপযোগিতা রয়েছে৷ রান্নাঘরে বা বাড়ির যে কোনও কোথাও পিঁপড়ের লাইন দেখলে সেখানে ভিনিগার মেশানো জল ছিটিয়ে দিন৷ স্প্রে করলে সবচেয়ে ভাল হয়৷ এছাড়া, বর্ষাকালে আধা বালতি জলে ২-৩ চামচ সাদা ভিনেগার মিশিয়ে ঘর মুছে নিলেও ঘরে পিঁপড়া আসা বন্ধ হয়।
বলা হয় যে, যেখানে বেশি পিঁপড়ে থাকে সেখানে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলে পিঁপড়ের আনাগোনা কমে৷ নুন ব্যবহার করলেও একই রকমের উপকার পাওয়া যায়৷ বৃষ্টির সময় পিঁপড়েদের দূরে রাখতে নুন খুবই সস্তা এবং সহজ সমাধান। আপনি চাইলে ঘরের প্রতিটি কোণে, টয়লেটে, রান্নাঘরে নুন মেশানো জল ছিটিয়ে দিতে পারেন।
বলা হয় যে, যেখানে বেশি পিঁপড়ে থাকে সেখানে হলুদ গুঁড়ো ছড়িয়ে দিলে পিঁপড়ের আনাগোনা কমে৷ নুন ব্যবহার করলেও একই রকমের উপকার পাওয়া যায়৷ বৃষ্টির সময় পিঁপড়েদের দূরে রাখতে নুন খুবই সস্তা এবং সহজ সমাধান। আপনি চাইলে ঘরের প্রতিটি কোণে, টয়লেটে, রান্নাঘরে নুন মেশানো জল ছিটিয়ে দিতে পারেন।
এক মগ জলে একটি লেবুর রস যোগ করুন৷ তারপর তা পিঁপড়ের সারি বা আনাগোনার জায়গায় ছিটিয়ে দিন৷ পিঁপড়ের যাতায়াত কমবে৷
এক মগ জলে একটি লেবুর রস যোগ করুন৷ তারপর তা পিঁপড়ের সারি বা আনাগোনার জায়গায় ছিটিয়ে দিন৷ পিঁপড়ের যাতায়াত কমবে৷
আপনার বাড়িতে নিশ্চই কালো মরিচের গুঁড়ো থাকে৷ রান্নাঘরের বিভিন্ন জায়গায় বা বাড়ির যেখানে পিঁপড়ে আসে বেশি, সেখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করলে পিঁপড়ে সহজেই পালিয়ে যায়। বিভিন্ন স্থানে কালো মরিচের গুঁড়া ছিটিয়ে দিন বা জলে মিশিয়েও স্প্রে করতে পারেন।
আপনার বাড়িতে নিশ্চই কালো মরিচের গুঁড়ো থাকে৷ রান্নাঘরের বিভিন্ন জায়গায় বা বাড়ির যেখানে পিঁপড়ে আসে বেশি, সেখানে কালো গোলমরিচের গুঁড়া ব্যবহার করলে পিঁপড়ে সহজেই পালিয়ে যায়। বিভিন্ন স্থানে কালো মরিচের গুঁড়া ছিটিয়ে দিন বা জলে মিশিয়েও স্প্রে করতে পারেন।
রসুনের গন্ধে পিঁপড়ে পালিয়ে যায়। কালো ও লাল পিঁপড়া তাড়াতে হলে রসুন পিষে, তার রস জলে মিশিয়ে স্প্রে বোতলে রেখে দিন। যখনই কোথাও পিঁপড়ে দেখবেন, সেখানে এই রসুনের জল স্প্রে করুন।
রসুনের গন্ধে পিঁপড়ে পালিয়ে যায়। কালো ও লাল পিঁপড়া তাড়াতে হলে রসুন পিষে, তার রস জলে মিশিয়ে স্প্রে বোতলে রেখে দিন। যখনই কোথাও পিঁপড়ে দেখবেন, সেখানে এই রসুনের জল স্প্রে করুন।