ড্রাই আই বা চোখের জল শুকিয়ে যাওয়া খুবই সাধারণ সমস্যা। আজকের সময়ে আমরা প্রায় প্রত্যেকেই বহুক্ষণ স্ক্রিনের সামনে সময় কাটাই। ফলে সহজেই আমাদের এই সমস্যা দেখা দেয়।

Dry Eyes Tips: দিনে দিনে বাড়ছে চোখ শুকিয়ে যাওয়ার সমস্যা? চোখে জল দেওয়া উচিত না ড্রপ? কী বলছেন ডাক্তাররা?

আমাদের চোখের জল শুকিয়ে এলেই মূলত এই সমস্যা দেখা দেয়। ফলে আমাদের চোখ ধীরে ধীরে শুষ্ক হয়ে পড়ে। এই চোখ শুষ্ক হয়ে পড়লে যেকোনো কাজ করতেই তখন অসুবিধা হতে শুরু করে।
আমাদের চোখের জল শুকিয়ে এলেই মূলত এই সমস্যা দেখা দেয়। ফলে আমাদের চোখ ধীরে ধীরে শুষ্ক হয়ে পড়ে। এই চোখ শুষ্ক হয়ে পড়লে যেকোনো কাজ করতেই তখন অসুবিধা হতে শুরু করে।
অনেকে এই চোখের শুষ্কতা থেকে বাঁচতে চোখে জল দেন কিন্তু, বারং বার চোখে জল দেওয়া কি ঠিক? চোখ ধুলে কি চোখের শুষ্কতার সমস্যা দূর হতে পারে? এই প্রসঙ্গে কী বলছেন ডাক্তাররা
অনেকে এই চোখের শুষ্কতা থেকে বাঁচতে চোখে জল দেন কিন্তু, বারং বার চোখে জল দেওয়া কি ঠিক? চোখ ধুলে কি চোখের শুষ্কতার সমস্যা দূর হতে পারে? এই প্রসঙ্গে কী বলছেন ডাক্তাররা
স্যার গঙ্গা রাম হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ তুষার গ্রোভার জানিয়েছেন বারংবার চোখ ধোয়া একদমই উচিত নয়। এটা চোখকে আরও শুষ্ক করে দেয়। কারণ সাধারণ জলে অনেক ধরনের অশুদ্ধি থাকে।
স্যার গঙ্গা রাম হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ তুষার গ্রোভার জানিয়েছেন বারংবার চোখ ধোয়া একদমই উচিত নয়। এটা চোখকে আরও শুষ্ক করে দেয়। কারণ সাধারণ জলে অনেক ধরনের অশুদ্ধি থাকে।
এই ধরনের অশুদ্ধির থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে চোখে ড্রপ ব্যবহার করার কথা বলেছেন ডাক্তার তুষার। এছাড়াও কৃত্তিম টিয়ার ড্রপও ব্যবহার করতে পারেন এই ধরনের সমস্যায় ভোগা ব্যক্তিরা।
এই ধরনের অশুদ্ধির থেকে ডাক্তারের পরামর্শ নিয়ে চোখে ড্রপ ব্যবহার করার কথা বলেছেন ডাক্তার তুষার। এছাড়াও কৃত্তিম টিয়ার ড্রপও ব্যবহার করতে পারেন এই ধরনের সমস্যায় ভোগা ব্যক্তিরা।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন কৃত্তিম চোখের জলের উপাদান গুলি অনেকটা আমাদের চোখের জলের মতোই হয়। কিন্তু চোখের শুষ্কতার জন্য আমাদের চোখের দৃষ্টি আবছা হয়ে আসে।এই প্রসঙ্গে ডাক্তার তুষার জানান, যদি চোখের শুষ্কতা বজায় থাকে তবে দিনে দুই থেকে তিনবার এই ড্রপ দিতে হবে। আর যদি চোখের শুষ্কতা বেশি হয় তবে চোখের ডাক্তার দেখিয়ে তবেই এই ড্রপ দেওয়া উচিত।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন কৃত্তিম চোখের জলের উপাদান গুলি অনেকটা আমাদের চোখের জলের মতোই হয়। কিন্তু চোখের শুষ্কতার জন্য আমাদের চোখের দৃষ্টি আবছা হয়ে আসে।
এই প্রসঙ্গে ডাক্তার তুষার জানান, যদি চোখের শুষ্কতা বজায় থাকে তবে দিনে দুই থেকে তিনবার এই ড্রপ দিতে হবে। আর যদি চোখের শুষ্কতা বেশি হয় তবে চোখের ডাক্তার দেখিয়ে তবেই এই ড্রপ দেওয়া উচিত।