তিরুপতি মন্দিরে প্রসাদ বিতর্ক৷

Tirupati Laddoo controversy: তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডুতে পশু চর্বি? অন্ধ্রপ্রদেশ তুমুল বিতর্ক, , সুপ্রিম কোর্টে মামলা

হায়দ্রাবাদ: তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডু তৈরি করতে ব্যবহৃত হয়েছে পশুর চর্বি৷ মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর তোলা এই অভিযোগকে কেন্দ্র করেই এখন উত্তাল অন্ধ্রপ্রদেশ৷ বিতর্ক এমন পর্যায় পৌঁছেছে যে সুপ্রিম কোর্টে মামলা দায়ের পর্যন্ত হয়েছে৷ অন্ধ্রপ্রদেশ সরকারের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডাও৷

চন্দ্রবাবু নাইডু অভিযোগ করেছিলেন, পূর্বতন ওয়াইএসআর কংগ্রেস সরকারের আমলে তিরুপতি মন্দিরে মূল প্রসাদ হিসেবে যে লাড্ডু ভক্তদের দেওয়া হত, তা তৈরি করার ক্ষেত্রে পশুর চর্বি ব্যবহার করা হত৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি৷ তিনি পাল্টা জানিয়েছেন, ক্ষমতায় আসার একশো দিনের মধ্যে যে যে প্রতিশ্রুতি পূরণ করবেন বলে দাবি করেছিলেন চন্দ্রবাবু নাইডু, তার কোনওটিই পূরণ করতে না পারায় জনতার ক্ষোভ তৈরি হয়েছে রাজ্যবাসীর মধ্যে৷ মানুষের সেই ক্ষোভ থেকে দৃষ্টি ঘুরিয়ে দিতেই তিরুপতি মন্দিরের প্রসাদের লাড্ডু নিয়ে ওই ভিত্তিহীন অভিযোগ করেছেন চন্দ্রবাবু নাইডু৷

আরও পড়ুন: দু বছরেরও বেশি জেলে, আইনজীবীর কোন সওয়ালে জামিন অনুব্রতর? তৃণমূল নেতাকে চার শর্ত দিল আদালত

নাইডুর অভিযোগ ছিল, তিরুপতি বালাজি মন্দিরের প্রসাদের লাড্ডু তৈরিতে যে ঘি ব্যবহার করা হয়, জগন সরকারের আমলে সেই ঘিয়ের ভিতরেই পশুর চর্বির সহ বিভিন্ন ভেজাল মেশানো হয়েছে৷ জগন্মোহন রেড্ডি পাল্টা দাবি করেছেন, যে সংস্থাগুলি থেকে লাড্ডু তৈরির জন্য ঘি কেনা হয় সেগুলি এনএবিএল স্বীকৃত৷ ফলে, গোটা প্রক্রিয়াটি অত্যন্ত স্বচ্ছ৷ যে ঘি ব্যবহার করা হয়, নিয়মিত ল্যাবরেটরিতে তা পরীক্ষা করা হয়৷ পাশাপাশি, মন্দির কমিটিও দিনে তিন বার ঘি পরীক্ষা করে৷ এই প্রক্রিয়া বছরের পর বছর চলে আসছে৷

জগন্মোহন রেড্ডি জানিয়েছেন, এই অভিযোগ যে ভিত্তিহীন তা জানিয়ে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে চিঠি লিখবেন তিনি৷ এই বিতর্ক সামনে আসতেই তড়িঘড়ি অন্ধ্রপ্রদেশ হাইকোর্টের মামলা করেছেন ওয়াইএসআর কংগ্রেসের সিনিয়র নেতা ওয়াই ভি সুব্বা রেড্ডি৷ এই বিতর্ক সত্যিটা সামনে আসুক, আদালতে এই আর্জি জানিয়েছেন তিনি৷ পাশাপাশি, সুপ্রিম কোর্টেও মামলা দায়ে হয়েছে৷ শীর্ষ আদালতে জমা পড়া আবেদনে বলা হয়েছে, এই অভিযোগ হিন্দু ভাবাবেগে আঘাত করেছে৷ ফলে প্রকৃত তদন্ত করে সত্যিটা সামনে আসুক৷

তিরুপতি মন্দিরের লাড্ডুকে ঘিরে এই বিতর্কে হস্তক্ষেপ করেছে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকও৷ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা জানিয়েছেন, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর থেকে গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন তিনি৷ পাশাপাশি, কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকেও অভিযোগের তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জে পি নাড্ডা৷

এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছেন অন্ধ্রপ্রদেশ কংগ্রেসের সভানেত্রী এবং জগন্মোহন রেড্ডির বোন ওয়াই এস শর্মিলা৷