ধৃত তৃণমূল নেতা কৌশিক সরকার৷

TMC leader forges Abhishek Banerjee name: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে চার কোটির তোলাবাজির অভিযোগ, ধৃত তৃণমূল নেতা

কলকাতা: খোদ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে ভুয়ো লেটারহেড ছাপিয়ে কোটি কোটি টাকা তোলাবাজি৷ এমনই চাঞ্চল্যকর অভিযোগে চিনার পার্ক এলাকার এক তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ৷ ধৃত ওই তৃণমূল নেতার নাম কৌশিক সরকার৷

অভিযোগ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ভুয়ো লেটারহেড ছাপিয়ে অনেকদিন ধরেই তোলাবাজি চালাচ্ছিলেন কৌশিক সরকার নামে ওই তৃণমূল নেতা৷ শেষ পর্যন্ত দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা এক ব্যবসায়ীর অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ওই তৃণমূল নেতাকে গ্রেফতার করে শেক্সপিয়র সরণী থানার পুলিশ৷

অভিযোগ, বাংলাদেশে ট্রাক পাঠানোর লাইসেন্স করিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ওই ব্যবসায়ীর থেকে প্রায় ২৬ লক্ষ টাকা নিয়েছিলেন ওই তৃণমূল নেতা৷ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত সচিবদের নাম ব্যবহার করেও প্রতারণা করতেন ওই তৃণমূল নেতা৷

আরও পড়ুন: বিজেপি-তেই যোগ দিলেন চম্পাই সোরেন, ঝাড়খণ্ডে এবার কঠিন পরীক্ষায় হেমন্তের জেএমএম?

পুলিশ সূত্রের খবর, কৌশিক সরকার নামে ওই তৃণমূল নেতার বিরুদ্ধে অতীতেও জমি জালিয়াতির অভিযোগ উঠেছিল৷ তার পরেও তৃণমূল নেতা হিসেবেই এলাকায় দাপট ছিল তাঁর৷ শাসক দলের বিভিন্ন নেতার নাম করেই তিনি কোটি কোটি টাকা তুলেছিলেন বলে অভিযোগ৷

এ দিনই ধৃত তৃণমূল নেতাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করেছে পুলিশ৷ কৌশিক সরকার নামে ওই তৃণমূল নেতার সঙ্গে বড় কোনও প্রতারণা চক্রের যোগ আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ৷