প্রতীকী ছবি

টালিগঞ্জে সকাল থেকে শুরু কুমারী পুজোর আয়োজন… মায়ের ভোগে কী কী থাকছে?

আজ কালীপুজো। টালিগঞ্জের করুণাময়ী কালীবাড়িতে মায়ের ভোগ রান্না শুরু হয়েছে । রয়েছে ১১ রকম মাছ, ভাত, পোলাও, খিচুড়ি বিভিন্ন রকমের তরকারি। এঁচোড়, চাটনি , পাপড়, পায়েস‌ও আছে। নির্ঘণ্ট মেনে দক্ষিণেশ্বরেও চলছে মা ভবতারিণীর পুজো। ভবতারিণীর পুজোর আর এক বৈশিষ্ট্য হল, এখানে শাক্ত, বৈষ্ণব ও  শৈব, তিন ধারার পুজো একসঙ্গে হয়। যা আর কোথাও দেখা যায় না। এই ত্রিবেণী সঙ্গম ঘিরে আজও একই প্রাঙ্গণে মা কালীর পুজো হয়ে শাক্ত মতে, বৈষ্ণব মতে রাধাকৃষ্ণের পুজো। এবং ১২টি শিবমন্দিরে হয় শৈব ধারার শিব আরাধনা। কালীপুজোর দিন ভোরেই আরতি হয় ভবতারিণীর। সারাদিন দর্শনার্থীরা পুজো দিতে পারেন।