Market Price: আগুন দর টম্যাটোর! রেহাই নেই আলু-পেঁয়াজেও…আরও খারাপ দিন আসছে কি?

নয়াদিল্লি: সবজির দাম নিয়ে রীতিমতো নাভিশ্বাস উঠেছে মধ্যবিত্ত বাঙালির৷ এবার আসছে আরও বড় দুঃসংবাদ৷ কিছু কিছু সবজির বাজারদর নতুন করে বাড়তে পারে বলে জানা যাচ্ছে৷ এখনই টম্যাটো বিক্রি হচ্ছিল ৮০ টাকা প্রতি কেজি দরে, আগামী কয়েকদিনে সেটাও ছাপিয়ে যাবে বলে মনে করছেন ব্যবসায়ীরা৷

প্রতি বছরই বর্ষার মরসুম এলে টম্যাটোর ঘাটতি শুরু হয়৷ যার সরাসরি প্রভাব পড়ে মধ্যেবিত্তের পকেটে৷ মাত্র কয়েক সপ্তাহ আগেই বাজারে টম্যাটো বিক্রি হচ্ছিল ২০ টাকা কেজি দরে৷ সেই টম্যাটোই গত শনিবার দিল্লির আজাদপুর মাণ্ডিতে খুচরো বাজারে বিক্রি হয়েছে ১০০ টাকা কেজি দরে৷ মাদার ডেয়ারির খুচরো বাজারেও এই সবজি পাওয়া যাচ্ছে ১০০ টাকা প্রতি কেজিতে৷

আরও পড়ুন: হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস, ২১ জুলাই দিনভর আবহাওয়া কেমন থাকবে? জেনে নিন

উপভোক্তা বিষয়ক বিভাগ দ্বারা প্রকাশিত তথ্য অনুসারে, দিল্লিতে টম্যাটোর খুচরা দাম ২০ জুলাই শনিবার প্রতি কেজি ৯৩ টাকায় পৌঁছেছে। সরকারি তথ্য অনুযায়ী, ২০ জুলাই সারা দেশে টম্যাটোর গড় দাম প্রতি কেজি ৭৩.৭৬ টাকা। গত সপ্তাহে, অধিদফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা দামের এই ভীষণ বৃদ্ধির জন্য অতিরিক্ত গরম এবং পরবর্তী বৃষ্টিপাতকে দায়ী করেছিলেন। তিনি জানিয়েছিলেন, খারাপ আবহাওয়ার কারণে দেশের প্রতিটি এলাকায় টম্যাটো সরবরাহ ব্যাহত হয়েছে।

শুধু টম্যাটোই নয়, দাম বেড়েছে আলু পেঁয়াজেরও৷ ওই কর্মকর্তা সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, “দিল্লি এবং অন্যান্য মেট্রো শহরে টম্যাটো, আলু এবং পেঁয়াজের দাম বেশি।” শনিবার, পশ্চিম দিল্লির মাদার ডেয়ারি স্টোরে পেঁয়াজ প্রতি কেজি ৪৬.৯০ টাকা এবং আলু ৪১.৯০ টাকায় বিক্রি হয়েছে।

আরও পড়ুন: গন্তব‍্য একটাই, ধর্মতলা! কাতারে কাতারে মানুষ আসছে, এবারই হবে ২১ জুলাইয়ের ভিড়ের রেকর্ড?

সরকারি তথ্য অনুযায়ী, দিল্লিতে পেঁয়াজের দাম কেজি প্রতি ৫০ টাকা এবং আলুর দাম প্রতি কেজি ৪০ টাকা। সারা ভারতে পেঁয়াজের গড় দাম প্রতি কেজি ৪৪.১৬ টাকা এবং আলুর দাম প্রতি কেজি ৩৭.২২ টাকা।

শুধু টম্যাটো, আলু ও পেঁয়াজ নয়, অন্যান্য সবুজ সবজির দামও চড়া। শনিবার, মাদার ডেয়ারি বাজারে করলা ৫৯  টাকা  প্রতি কেজি, মটরশঁটি ৮৯ টাকা প্রতি কেজি, ঢেঁড়শ ৪৯টাকা  প্রতি কেজি, সবুজ ক্যাপসিকাম ১১৯ টাকা প্রতি কেজি, বেগুন (small) কিন্তু বিক্রি হচ্ছে প্রতি কেজি ৪৯ টাকায়।