বাংলাদেশ নিয়ে সতর্ক ত্রিপুরা।

Tripura news: ২ দিন পরেই পঞ্চায়েত নির্বাচন! বাংলাদেশ নিয়ে অতিসতর্ক ত্রিপুরা সরকার

আগরতলা: আগামী ৮ অগাস্ট ত্রিপুরায় পঞ্চায়েত নির্বাচন। তার আগে বাংলাদেশ সীমানা লাগোয়া রাজ্যের বিস্তীর্ণ অংশে কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন জায়গায় চেক পয়েন্ট তৈরি করে চলছে কড়া নজরদারি।

আরও পড়ুন: ১৪ লাখের চাকরি, ৬০০ বর্গ গজ জমি… বড় পুরস্কার পাচ্ছেন সিরাজ, কে দিচ্ছে জানেন?

ত্রিপুরার বিভিন্ন দিকে রয়েছে বাংলাদেশ সীমানা। বহু জায়গায় কাঁটাতার থাকলেও, বেশ কিছু জায়গায় আরক্ষিত সীমানাও আছে। তাই বাংলাদেশ পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ত্রিপুরা সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, দফায় দফায় তাঁর সঙ্গে দিল্লি যোগাযোগ রাখছে। ইতিমধ্যেই বিএসএফ, অসম রাইফেলস-সহ কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে তিনি নিরাপত্তা নিয়ে বৈঠক করেছেন। সীমান্ত দিয়ে যাতে কেউ অনুপ্রবেশ না করতে পারেন তার ব্যবস্থা করা হচ্ছে। বিএসএফ, অসম রাইফেলস ও রাজ্য পুলিশ কো-অর্ডিনেট করে কাজ করছে। দিল্লি যেমন নির্দেশ দেবে তেমন ভাবে কাজ করা হবে বলে তিনি উল্লেখ করেছেন।

আরও পড়ুন: নিজেদের দেশের অস্থির অবস্থার মধ্যেই চিকিৎসার জন্য ভারতে বাংলাদেশের নাগরিকেরা

বাংলাদেশের সঙ্গে ভারতের যোগাযোগের জন্য এখানে রয়েছে ইন্টারন্যাশনাল চেক পোস্ট। এই আখাউড়া সীমান্ত দিয়েই কলকাতা-আগরতলা বাস যাতায়াত করে। প্রচুর মানুষ চিকিৎসার জন্য আগরতলা শহরের এই চেক পোস্ট দিয়ে ভারতে আসেন। বাংলাদেশ পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় এখানে কড়া নজরদারি চলছে। অন্যদিকে, মেঘালয়-বাংলাদেশ সীমান্তে আবার নাইট কারফিউ জারি করেছে মেঘালয় প্রশাসন।