Tulsi Vastu Tips: তুলসী গাছ আর দূর্বা ঘাস….জীবনে ফেলে অলৌকিক প্রভাব! জানান দেয় অনেক কিছু, জানেন…

সনাতন ধর্মে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম৷ তুলসী গাছকে মা লক্ষ্মীর রূপ হিসাবেও মনে করা হয়৷ তুলসী গাছে যদি নিয়মিত জল দেওয়া হয় (রবিবার ছাড়া) এবং প্রতিদিন নিয়ম মেনে তাঁর পুজো করা হয়, তাহলে সংসারে শান্তি, সমৃদ্ধি আসে৷
সনাতন ধর্মে তুলসী গাছের গুরুত্ব অপরিসীম৷ তুলসী গাছকে মা লক্ষ্মীর রূপ হিসাবেও মনে করা হয়৷ তুলসী গাছে যদি নিয়মিত জল দেওয়া হয় (রবিবার ছাড়া) এবং প্রতিদিন নিয়ম মেনে তাঁর পুজো করা হয়, তাহলে সংসারে শান্তি, সমৃদ্ধি আসে৷
তুলসী গাছ কখনওই সরাসরি মাটিতে বসানো উচিত নয়৷ তুলসী গাছ সবসময় কোনও মঞ্চ অথবা নির্দিষ্ট টবে রাখা উচিত৷ তুলসী গাছের চারপাশ সবসময় পরিষ্কার রাখা উচিত৷ আশপাশে, ঝাঁটা, জুতো, জঞ্জালের জায়গা তো কখনওই রাখা উচিত নয়৷ একটু অযত্ন হলেই সংসারে ঘনিয়ে আসতে পারে অভাব, দুঃখ, অশান্তি৷
তুলসী গাছ কখনওই সরাসরি মাটিতে বসানো উচিত নয়৷ তুলসী গাছ সবসময় কোনও মঞ্চ অথবা নির্দিষ্ট টবে রাখা উচিত৷ তুলসী গাছের চারপাশ সবসময় পরিষ্কার রাখা উচিত৷ আশপাশে, ঝাঁটা, জুতো, জঞ্জালের জায়গা তো কখনওই রাখা উচিত নয়৷ একটু অযত্ন হলেই সংসারে ঘনিয়ে আসতে পারে অভাব, দুঃখ, অশান্তি৷
তবে জানেন কি, সংসারে সুসময় আসার আগেও সঙ্কেত দেয় বাড়িতে থাকা তুলসী গাছ৷ সেই লক্ষণগুলি কী কী, আসুন জেনে নিই দেওঘরের প্রসিদ্ধ জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগলের কাছ থেকে৷
তবে জানেন কি, সংসারে সুসময় আসার আগেও সঙ্কেত দেয় বাড়িতে থাকা তুলসী গাছ৷ সেই লক্ষণগুলি কী কী, আসুন জেনে নিই দেওঘরের প্রসিদ্ধ জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগলের কাছ থেকে৷
জ্যোতিষাচার্য জানাচ্ছেন, বাড়িতে থাকা তুলসী গাছে হঠাৎ করেই যদি একসঙ্গে একাধিক কচি, সবুজ পাতা তাহলে জানবেন কোনও সুসংবাদ আসতে চলেছে শীঘ্রই৷
জ্যোতিষাচার্য জানাচ্ছেন, বাড়িতে থাকা তুলসী গাছে হঠাৎ করেই যদি একসঙ্গে একাধিক কচি, সবুজ পাতা তাহলে জানবেন কোনও সুসংবাদ আসতে চলেছে শীঘ্রই৷
বিশেষজ্ঞ জানাচ্ছেন, যদি দেখেন তুলসী গাছের গোড়ার কাছে ছোট দূর্বাঘাস জন্মাচ্ছে, তবে জানবেন এটি সম্পদ বৃদ্ধির লক্ষণ৷ সঙ্গে বিষয়টি শুভ সংবাদের আগমনের লক্ষণ হিসাবেও বিবেচিত হয়।
বিশেষজ্ঞ জানাচ্ছেন, যদি দেখেন তুলসী গাছের গোড়ার কাছে ছোট দূর্বাঘাস জন্মাচ্ছে, তবে জানবেন এটি সম্পদ বৃদ্ধির লক্ষণ৷ সঙ্গে বিষয়টি শুভ সংবাদের আগমনের লক্ষণ হিসাবেও বিবেচিত হয়।
যদি দেখেন সময়ের আগে তুলসীর গাছে মঞ্জরী দেখা দিচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সেই মঞ্জরী অবশ্যই নিবেদন করুন।
যদি দেখেন সময়ের আগে তুলসীর গাছে মঞ্জরী দেখা দিচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে ধন-সম্পদ, সুখ-সমৃদ্ধি বৃদ্ধি পেতে চলেছে। মা লক্ষ্মী ও ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে সেই মঞ্জরী অবশ্যই নিবেদন করুন।
স্নান করে শুদ্ধ বস্ত্রে পুজোর সময় নতুন মঞ্জরী শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করলে তাঁরা সন্তুষ্ট হন৷ সংসারের জন্যেও তা শুভ হয়৷
স্নান করে শুদ্ধ বস্ত্রে পুজোর সময় নতুন মঞ্জরী শ্রী বিষ্ণু ও মা লক্ষ্মীর শ্রীচরণে নিবেদন করলে তাঁরা সন্তুষ্ট হন৷ সংসারের জন্যেও তা শুভ হয়৷
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।
দাবিত্যাগ: রাশিচক্র, ধর্ম ও শাস্ত্রের ভিত্তিতে জ্যোতিষী ও আচার্যদের সঙ্গে কথা বলে এই সংবাদে দেওয়া তথ্য লেখা হয়েছে। কোনও ঘটনা, দুর্ঘটনা বা লাভ-ক্ষতি নিছকই কাকতালীয়। জ্যোতিষীদের কাছ থেকে তথ্য নিয়ে সবার স্বার্থে লেখা হয়েছে। নিউজ-18 এই সমস্ত তথ্যের সত্যতা নিশ্চিত করে না।