প্রতীকী ছবি

Delhi: ‘অর্ডার আসছে না কেন?’- বলতেই মার রেস্তরাঁ মালিকের, খেতে এসে প্রাণ হারালেন যুবক!

নয়াদিল্লি: রেস্তোরাঁয় খাবার আসতে দেরি হলে রেগে যান অনেকেই। অনেকেই চিৎকার চেঁচামেচিও করে বসেন। কিন্তু, খাবার আসায় দেরি হওয়ায় ক্ষুব্ধ ক্রেতাকে হত্যা করে ফেলবেন দোকানের মালিক এমন যেন দুঃস্বপ্নের মতন। কিন্তু, ঠিক এই ঘটনাই ঘটেছে দিল্লির টেগোর গার্ডেন অঞ্চলে। মৃত ব্যক্তি হরমিত সিং সচদেব রেস্তরাঁর মালিক এবং তাঁর ছেলের সঙ্গে হাতাহাতিতে জড়ান। এরপরেই তার উপর আক্রমণ করে বসেন পিতা-পুত্র।

আরও পড়ুন: মহিলাকে ডেকে থানাতে মার, পাঁচ পুলিশকর্মীর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করল জিআরপি

ঘটনার ১০ মিনিটের মধ্যে সেখানেই মারা যান হরমিত।
পুলিশ সূত্রে খবর, পেশায় চিত্রকর হরমিত কেতন নামে ওই খাবারের দোকানে দুই বন্ধুকে নিয়ে আসেন। অর্ডার দেওয়ার পরেও তাঁদের বহুক্ষণ অপেক্ষা করতে হয়, অর্ডারের কী হল তা নিয়ে জানতে চান হরমিত। তাঁকে জানানো হয় আরও দেরি হবে।

কিন্তু, এরপরেও খাবার না আসায় দোকানের কর্মচারীদের সঙ্গে বাদানুবাদে জড়ান হরমিত।
এরপরেই দোকান মালিক অজয় নারুলা এবং তাঁর ছেলে কেতন ঘটনাস্থলে আসেন। তাঁরা এসেই শিক কাবাবের রড দিয়ে হরমিতকে মারতে শুরু করে দেন। শুধু হরমিত নয় তাঁদের বন্ধুদেরও মারা হয়। এরপরেই শিক কাবাবের রড বুকে গুঁজে দেওয়া হয় হরমিতের বুকে। তাঁকে সঙ্গে সঙ্গে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
পুলিশ ইতিমধ্যেই দোকানের মালিক এবং তাঁর ছেলেকে গ্রেফতার করেছে। দেহ ময়নাতদন্ত করার পর তা পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। এছাড়াও সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ।