Uber green

Uber Green service: পরিবেশ দূষণ রুখতে বড় সিদ্ধান্ত উবেরের, কলকাতায় মিলবে দূষণমুক্ত ক্যাব পরিষেবা

কলকাতা: পরিবেশ দূষণ কমাতে এবার বড় সিদ্ধান্ত নিল উবের। কলকাতায় এ বার থেকে পাওয়া যাবে দূষণমুক্ত অ্যাপ ক্যাব পরিষেবা। বৃহস্পতিবার পরিবেষবান্ধব ক্যাব পরিষেবা চালু করার কথা ঘোষণা করেছে উবের।

দেশ জুড়েই বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা, এতে যেমন পরিবেশ দূষণ কমানো, তেমনই জ্বালানির খরচ কম। তাই পরিবেষবান্ধব ক্যাব পরিষেবা আনছে উবের গ্রিন। এ বার আরোহীরা অ্যাপ থেকেই দূষণমুক্ত ক্যাব বুক করতে পারবেন। উবের গ্রিনের মাধ্যমে সারা শহর জুড়েই পরিবেশবান্ধব অ্যাপ ক্যাব পরিষেবা পাওয়া যাবে, শুধু তাই নয়, কলকাতা বিমানবন্দরেও পরিষেবা দেবে উবের গ্রিন।

আরও পড়ুন: জমিদখল-সহ খুন, চুরির অভিযোগ নিয়ে কোনও রকম আপস নয়, মুখ্যমন্ত্রীর বার্তার পরেই কড়া নির্দেশ সিপি-এসপিদের

পরিবেশবান্ধব অ্যাপ ক্যাব পরিষেবার প্রসঙ্গে স্নেহাশিস চক্রবর্তী বলেন, “কলকাতায় উবের গ্রিন পরিষেবা আনার জন্য উবেরের উদ্যোগ প্রশংসনীয়, শহরে কার্বনের মাত্রা কমানোর জন্য এই পদক্ষেপ প্রশংসনীয়।“ উবেরের ভারত এবং দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট প্রভজ্যোৎ সিং বলেন, “কলকাতায় উবের গ্রিন পরিষেবা আনতে পেরে আমরা রোমাঞ্চিত, এর মাধ্যমে আমাদের বৈদ্যুতিক গাড়ির পরিষেবা পাওয়া যাবে শহরে”।

উবের ২০৩০ সালের মধ্যে ইউরোপ এবং উত্তর আমেরিকায় দূষণমুক্ত অ্যাপ ক্যাব পরিষেবা আনতে বদ্ধ পরিকর, এবং ২০৪০ সালের মধ্যে সারা বিশ্বে এই পরিষেবা আনতে চায় উবের। উবেরের চালকরা সাধারণ গাড়ি ব্যবহারকারীদের থেকে ৫ গুণ দ্রুত বৈদ্যুতিক গাড়ির দিকে ঝুঁকছেন।

কী ভাবে বুক করা যাবে উবের গ্রিন পরিষেবা?

১. উবের অ্যাপ খুলে গন্তব্য লিখতে হবে।
২. নীচে বিভিন্ন বিকল্পের থেকে উবের গ্রিন সিলেক্ট করতে হবে।
৩. বুকিং নিশ্চিত করার আগে খরচ এবং কোথা থেকে কোথায় যাচ্ছেন একবার দেখে নিন।