১ নভেম্বর থেকে শুরু কলেজের ক্লাস, থাকবে না কোনও গরম-শীতের ছুটি, কবে পরীক্ষা- নতুন শিক্ষাবর্ষের বিস্তারিত গাইডলাইন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের

#কলকাতা: পরীক্ষা নিয়ে গাইডলাইন জারি করার পর এবার দেশজুড়ে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলির স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস কবে থেকে শুরু হবে কবে থেকে ভর্তি প্রক্রিয়া চলবে পরীক্ষা কবে হবে সেই বিষয়ে বিস্তারিত গাইডলাইন দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।

মঙ্গলবার ট্যুইট করেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। ট্যুইট করে তিনি বলেন বর্তমান করোনাভাইরাস মহামারী পরিস্থিতিতে যে রিপোর্ট পেশ করা হয়েছিল বিশ্ববিদ্যালয় ও কলেজ গুলোতে প্রথম বর্ষের ক্লাস শুরু হওয়া নিয়ে সেই রিপোর্টকে সম্মতি দিল কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।৩০ অক্টোবরের মধ্যেই ভর্তি প্রক্রিয়া শেষ করে দেওয়ার গাইডলাইন দিয়েছে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রক। ১ নভেম্বর থেকে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু করার কথা বলা হয়েছে ।

ইউজিসির দেওয়া গাইডলাইনে বলা হয়েছে

১)৩১ অক্টোবরের মধ্যেই সব ভর্তি প্রক্রিয়া শেষ করতে হবে।

২) ফার্স্ট সেমিস্টার বা প্রথম বর্ষের ক্লাস শুরু করতে হবে ১লা নভেম্বর থেকে।

৩) ২০২১ সালের পয়লা মার্চ থেকে ৭  মার্চ পর্যন্ত প্রথম সেমিস্টার পরীক্ষা জন্য ছাত্র-ছাত্রীদের প্রস্তুতি নেবার ছুটি নিতে হবে ।

৪) ২০২১ সালের ৮  মার্চ থেকে ২৬  মার্চ পর্যন্ত প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে ।

৫) ২৭ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সেমিস্টার ব্রেক দেওয়া হবে ।

৬) ইভেন সেমিস্টার এর ক্লাস শুরু করতে হবে ৫ ই এপ্রিল থেকে।

৭) ইভেন সেমেস্টারের পরীক্ষার প্রস্তুতির জন্য ১ অগাস্ট থেকে ৮ অগাস্ট পর্যন্ত ছুটি দেওয়া হবে ছাত্র-ছাত্রীদের।

৮) ইভেন সেমেস্টারের পরীক্ষা নেওয়া হবে ৯ আগস্ট থেকে, চলবে একুশে অগাস্ট  পর্যন্ত।

৯) ইভেন সেমিস্টারের সেমিস্টার ব্রেক দেওয়া হবে ২২ অগাস্ট থেকে ২৯ অগাস্ট পর্যন্ত।

১০) ৩০ অগাস্ট থেকে এই ছাত্র-ছাত্রীদের পরবর্তী শিক্ষাবর্ষ শুরু করতে হবে ।

মঙ্গলবারই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী করোনা পরিস্থিতিতে ক্লাস শুরু করার গাইডলাইন জানিয়ে ট্যুইট করেছেন। যদিও ইতিমধ্যেই এরাজ্যের তরফে ইউজিসির থেকে অনুমতি পাওয়া গেছে অক্টোবর মাসেই স্নাতক স্তরের পরীক্ষা শেষ করা হবে।  সে ক্ষেত্রে এ রাজ্যের ইউজিসির গাইডলাইনের প্রেক্ষিতে খুব একটা সমস্যা হবে না বলেই মনে করছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একাংশ। কারণ ইউজিসির সম্মতিতেই অক্টোবর মাসে স্নাতক ও স্নাতকোত্তর স্তরের ফাইনাল ইয়ারের ছাত্র ছাত্রীদের পরীক্ষা নেওয়া হচ্ছে। স্নাতক স্তরে ফাইনাল ইয়ারের ছাত্র ছাত্রীদের পরীক্ষার ফল প্রকাশের পরই নভেম্বর মাসেই স্নাতকোত্তর স্তরের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া শুরু করা সম্ভব। সেক্ষেত্রে স্নাতক স্তরের প্রথম বর্ষের ভর্তি প্রক্রিয়া যেহেতু শেষ হয়ে যাবে তাই সে ক্ষেত্রে কোনো জটিলতা না থাকলে ও স্নাতকোত্তর স্তরের ক্লাস শুরুর ক্ষেত্রে জটিলতা দেখা দিতে পারে বলেই বিশ্ববিদ্যালয় উপাচার্যের একাংশদের মত। যদিও ইউজিসির এই গাইডলাইন জারির প্রেক্ষিতে রাজ্যে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সোমরাজ বন্দ্যোপাধ্যায়