কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে চাপে দিল্লি?

UN on Arvind Kejriwal arrest: কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ রাষ্ট্রপুঞ্জের, আরও চাপে নয়াদিল্লি?

নয়াদিল্লি: দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজীওয়ালের গ্রেফতারি নিয়ে এবার উদ্বেগ প্রকাশ করল রাষ্ট্রপুঞ্জ৷ রাষ্ট্রপুঞ্জের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের একজন মুখপাত্র মন্তব্য করেছেন, আমরা আশা করি ভারত সহ যে দেশগুলিতেই নির্বাচন হয় সেখানে রাজনৈতিক এবং নাগরিক অধিকার সুরক্ষিত থাকবে, যাতে মুক্ত এবং ভয়হীন পরিবেশে প্রত্যেকে ভোট দিতে পারেন৷

বৃহস্পতিবার রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মুখপাত্রকে আসন্ন লোকসভা নির্বাচনের আগে ভারতে রাজনৈতিক অস্থিরতা নিয়ে প্রশ্ন করা হয়৷ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীওয়ালের গ্রেফতারি এবং কংগ্রেসের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে এই প্রশ্ন করা হয়৷ তারই জবাবে এই মন্তব্য করেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের মুখপাত্র স্টিফানে দুজারিক৷

আরও পড়ুন: ভোটের আগে নতুন করে চাপে কংগ্রেস! এবার তাদের ১৭০০ কোটি টাকার নোটিস ধরাল আয়কর দফতর…এবার?

কেজরিওয়ালের গ্রেফতারি নিয়ে আন্তর্জাতিক মহল থেকে ক্রমেই চাপ বাড়ছে দিল্লির উপরে৷ কারণ গত বুধবারই কেজরীওয়ালের গ্রেফতারি নিয়ে প্রশ্নের জবাবে অনেকটা একই ধরনের মন্তব্য করেছিল আমেরিকা৷ এর প্রতিবাদে মার্কিন কূটনীতিককে ডেকে পাঠিয়ে নিজেদের অসন্তোষ জানিয়েছে নয়াদিল্লি৷ জবাবে ওয়াশিংটনের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, তারা দ্রুত এবং স্বচ্ছ আইনি প্রক্রিয়ার পক্ষে৷

ভারতের অভ্যন্তরীণ আইনি বিষয়ে আমেরিকার এই নাক গলানো যে নয়াদিল্লি একেবারেই ভাল ভাবে নিচ্ছে না, তা স্পষ্ট করে দেন বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল৷ তিনি বলেন, ভারতের নির্বাচন সংক্রান্ত এবং আইনি বিষয়ে বাইরের কোনও হস্তক্ষেপ একেবারেই গ্রহণযোগ্য নয়৷