কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ১৫৯তম জন্মদিন পালন করলেন বাংলা সিরিয়ালের ‘কাদম্বিনী’ ঊষসী !

#কলকাতা: কাদম্বিনী গঙ্গোপাধ্যায়। বরিশালে এক গোঁড়া পরিবারে জন্ম হলেও বাবা ব্রজকিশোর বসু ছিলেন ব্রাহ্ম। বাংলার রেনেসাঁর হাত ধরে তাই জ্ঞানের আলো এসে পৌঁছেছিল কাদম্বিনীর দুয়ারে। অনেক বাধা কাটিয়ে কাদম্বিনী হয়েছিলেন প্রথম মহিলা ডাক্তার। ১৮৮৬ সালে তিনি কলকাতার মেডিক্যাল কলেজ থেকে পাশ করেন ডাক্তারি। তিনি বিয়ে করেছিলেন দ্বারকানাথকে। এই কাদম্বিনীকে নিয়েই বাংলার দু’দুটি টেলিভিশনে চলছে সিরিয়াল। দুই সিরিয়ালের কেন্দ্রবিন্দুই কাদম্বিনী।

আজ কাদম্বিনী গঙ্গোপাধ্যায়ের ১৫৯তম জন্মদিন। তাঁর জন্মদিনে শ্রদ্ধা জানালেন ঊষসী রায়। ঊষসী জনপ্রিয় বাংলা টেলিভিশন চ্যানেলে কাদম্বিনীর চরিত্রে অভিনয় করছেন। এর আগে তাঁকে দেখা গিয়েছিল ‘বকুল কথা’ ধারাবাহিকে বকুলের চরিত্রে অভিনয় করতে। বেশ জনপ্রিয় হয়েছিল সেই সিরিয়ালটিও। এবার শ্যুটিং ফ্লোরেই কাদম্বিনীর ছবিতে মালা পরিয়ে শ্রদ্ধা জানালেন অনস্ক্রিন কাদম্বিনী ওরফে ঊষসী।