Ustad Rashid Khan Demise: আজ শেষ যাত্রায় রাশিদ খান, দেড়টা পর্যন্ত রবীন্দ্রসদনে শায়িত থাকবে দেহ

কলকাতা: আজ শেষ যাত্রায় ওস্তাদ রাশিদ খান৷ যে কর্মসূচি ঘোষণা করা হয়েছে, তাতে বলা হয়েছে, সকাল ন’টার সময় নাকতলার বাড়ি থেকে শিল্পীর মরদেহ নিয়ে যাওয়া হবে রবীন্দ্র সদনে৷ সেখানে দুপুর দেড়টা পর্যন্ত রবীন্দ্র সদনে মরদেহ শায়িত থাকবে৷ তার পর আবার মরদেহ নিয়ে আসা হয়ে নাকতলার বাড়িতে৷ রবীন্দ্র সদনেই গ্যান স্যালুট দেওয়া হবে সরকারের পক্ষ থেকে৷

বাড়িতে তারপর ধর্মীয় মতে যে আচার-অনুষ্ঠান করার কথা রয়েছে, সেগুলি হবে৷ তার পর সাড়ে তিনটের সময় জানাজা করে, অর্থাৎ পদযাত্রা করে কবরস্থানে নিয়ে যাওয়া হবে৷ মরদেহ বাড়িতে রাখার জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে৷ আগে থেকে বরফ নিয়ে যাওয়া হয়েছে৷

ভারতীয় সঙ্গীতজগতে অপূরণীয় ক্ষতি। প্রয়াত ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীতের অন্যতম জনপ্রিয় শিল্পী উস্তাদ রাশিদ খান। মঙ্গলবার দুপুর ৩টে ৪৫ নাগাদ মাত্র বছর ৫৫-তেই থেমে গেল তাঁর পথ চলা। কলকাতার এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন গায়ক।