Deblina Kumar: ‘নবরস’ ও রবি ঠাকুরের সৃষ্টি একসঙ্গে, উত্তম মঞ্চে এক রঙীন আয়োজন

কলকাতা: দেবলীনা কুমারের প্রাচ্য নাচের পাঠশালার আয়োজনে এ বার দক্ষিণ কলকাতার উত্তর মঞ্চে আয়োজিত হল এক বিশেষ অনুষ্ঠান৷ রবি-রস-ধারা নামে একটি বিশেষ নৃত্যের অনুষ্ঠানে অংশ নিলেন এই সময়ের প্রথিতযশা শিল্পীরা৷ সব মিলিয়ে উত্তম মঞ্চে এক স্মরণীয় অনুষ্ঠানে দর্শকদের মাতিয়ে তুললেন নৃত্য বিদ্যালয়ের শিল্পীরা৷

এ বার দেবলীনার নাচের স্কুলের ১৪ বছর পূর্তি হচ্ছে৷ আর স্কুলের বার্ষিক অনুষ্ঠানের ১২তম বছর এটি৷ এ বারের বিষয়বস্তু ছিল নব-রস-ধারা৷ ভারতীয় শিল্প-সংস্কৃতির ইতিহাসের উল্লেখ্য অংশ ‘নবরস’ ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টির মেলবন্ধনে এ বারের আয়োজন করা হয়েছিল৷ উল্লেখ্য, ইতিমধ্যে রবীন্দ্রনৃত্যে পিএইচডি শেষ করেছেন দেবলীনা৷ গবেষণার কাজ শেষ করার পর এটিই তাঁর পরিচালনায় প্রথম প্রোডাকশন৷

দেবলীনার সঙ্গে এই অনুষ্ঠানে অংশ নিয়েছে বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী মনোজ মুরলী নায়ার ও মণীষা নায়ারের সংস্থা ডাকঘর৷ এ ছাড়াও ভাষ্য লিখেছেন শুভদীপ চক্রবর্তী ও দেবলীনা ভট্টাচার্য৷ তবলায় ছিলেন পণ্ডিত বিপ্লব মণ্ডল৷