দৈনন্দিন জীবনে ত্বকের যত্ন আমাদের নেওয়া হয় না। ফলে আমাদের ত্বক প্রাণহীন হয়ে পড়ে। কিন্তু, ত্বকের জেল্লা ফেরাতে রয়েছে বেশ কয়েকটি ফেসপ্যাক। মুখে মাখলেই প্রাণ ফিরে পাবে। জেল্লা ফিরবে ত্বকে। উজ্জ্বল হবে ত্বক, স্বাস্থ্যোজ্জ্বল থাকবে ত্বক। জেনে নেওয়া যাক এইরকমই বেশ কয়েকটি ফেসপ্যাক। বেসন এবং দইয়ের মিশ্রণ- বেসন এবং দই ২:১ পরিমাণে মিশিয়ে মুখে মাখতে হবে। বেসন ত্বকের মরা ত্বক সরিয়ে দিতে সাহায্য করে। অন্যদিকে দই ত্বকের জেল্লা বাড়ায়।

Facepacks for dull skin: ফিরবে ত্বকের জেল্লা , ঘরেই বানিয়ে ফেলুন এই ফেসপ্যাকগুলো… জেনে নিন

দৈনন্দিন জীবনে ত্বকের যত্ন আমাদের নেওয়া হয় না। ফলে আমাদের ত্বক প্রাণহীন হয়ে পড়ে। কিন্তু, ত্বকের জেল্লা ফেরাতে রয়েছে বেশ কয়েকটি ফেসপ্যাক। মুখে মাখলেই প্রাণ ফিরে পাবে। জেল্লা ফিরবে ত্বকে। উজ্জ্বল হবে ত্বক, স্বাস্থ্যোজ্জ্বল থাকবে ত্বক। জেনে নেওয়া যাক এইরকমই বেশ কয়েকটি ফেসপ্যাক।বেসন এবং দইয়ের মিশ্রণ- বেসন এবং দই ২:১ পরিমাণে মিশিয়ে মুখে মাখতে হবে। বেসন ত্বকের মরা ত্বক সরিয়ে দিতে সাহায্য করে। অন্যদিকে দই ত্বকের জেল্লা বাড়ায়।
দৈনন্দিন জীবনে ত্বকের যত্ন আমাদের নেওয়া হয় না। ফলে আমাদের ত্বক প্রাণহীন হয়ে পড়ে। কিন্তু, ত্বকের জেল্লা ফেরাতে রয়েছে বেশ কয়েকটি ফেসপ্যাক। মুখে মাখলেই প্রাণ ফিরে পাবে। জেল্লা ফিরবে ত্বকে। উজ্জ্বল হবে ত্বক, স্বাস্থ্যোজ্জ্বল থাকবে ত্বক। জেনে নেওয়া যাক এইরকমই বেশ কয়েকটি ফেসপ্যাক।
বেসন এবং দইয়ের মিশ্রণ- বেসন এবং দই ২:১ পরিমাণে মিশিয়ে মুখে মাখতে হবে। বেসন ত্বকের মরা ত্বক সরিয়ে দিতে সাহায্য করে। অন্যদিকে দই ত্বকের জেল্লা বাড়ায়।
দুধ এবং মধুর মিশ্রণ- মধু এবং দুধের পাতলা পেস্ট করে মুখে মাখলেও তা ভাল কাজ করে। শুকনো ত্বকের জন্যেও এই পেস্ট অত্যন্ত কার্যকরী। মধু এবং দুধের মিশ্রণ শুকনো ত্বকের জেল্লা ফেরাতেও কার্যকরী। এই পেস্ট মাখলে কিছুদিনের মধ্যেই উপকার পাওয়া যায়।
দুধ এবং মধুর মিশ্রণ- মধু এবং দুধের পাতলা পেস্ট করে মুখে মাখলেও তা ভাল কাজ করে। শুকনো ত্বকের জন্যেও এই পেস্ট অত্যন্ত কার্যকরী। মধু এবং দুধের মিশ্রণ শুকনো ত্বকের জেল্লা ফেরাতেও কার্যকরী। এই পেস্ট মাখলে কিছুদিনের মধ্যেই উপকার পাওয়া যায়।
কলার ফেসপ্যাক- শুকনো ত্বকের জন্য একটি পাকা কলা এবং এক টেবিল চামচ মধুর মিশ্রণ মাখলে তা ত্বকের জেল্লা ফেরাতে ভীষণ কার্যকর। শুকনো ত্বক অনেক সময়েই কালো হয়ে যায় এই ফেসপ্যাক জেল্লা ফিরিয়ে আনে। এছাড়াও শুকনো ত্বকের অন্যান্য সমস্যাও দূর করে এই মিশ্রণ।
কলার ফেসপ্যাক- শুকনো ত্বকের জন্য একটি পাকা কলা এবং এক টেবিল চামচ মধুর মিশ্রণ মাখলে তা ত্বকের জেল্লা ফেরাতে ভীষণ কার্যকর। শুকনো ত্বক অনেক সময়েই কালো হয়ে যায় এই ফেসপ্যাক জেল্লা ফিরিয়ে আনে। এছাড়াও শুকনো ত্বকের অন্যান্য সমস্যাও দূর করে এই মিশ্রণ।
চন্দনের ফেসপ্যাক- এক টেবিল চামচ চন্দনগুঁড়ো এবং তার সঙ্গে গোলাপজলের মিশ্রণ মুখে মাখলে ম্যাজিকের মতন কাজ করে। ত্বকের জেল্লা বাড়াতে কাজ করে। ত্বকের জন্য অত্যন্ত উপকারী এই ফেসপ্যাক। এছাড়াও ত্বকের মধ্যে চমক এনে দেয় এই ফেসপ্যাক।
চন্দনের ফেসপ্যাক- এক টেবিল চামচ চন্দনগুঁড়ো এবং তার সঙ্গে গোলাপজলের মিশ্রণ মুখে মাখলে ম্যাজিকের মতন কাজ করে। ত্বকের জেল্লা বাড়াতে কাজ করে। ত্বকের জন্য অত্যন্ত উপকারী এই ফেসপ্যাক। এছাড়াও ত্বকের মধ্যে চমক এনে দেয় এই ফেসপ্যাক।
কফি দই এবং হ্লুদের ফেসপ্যাক- ২ টেবিল চামচ কফি, এক টেবিল চামচ হলুদ গুঁড়ো, এবং এক টেবিল চামচ দই। এই ফেসপ্যাকের অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও দই এবং হলুদের মিশ্রণ ত্বকের জেল্লা ফেরাতে ভীষণ উপযোগী। ত্বকের জেল্লা ফেরাতে এবং ত্বক উজ্জ্বল রাখতে এই ফেসপ্যাকের জবাব নেই।
কফি দই এবং হ্লুদের ফেসপ্যাক- ২ টেবিল চামচ কফি, এক টেবিল চামচ হলুদ গুঁড়ো, এবং এক টেবিল চামচ দই। এই ফেসপ্যাকের অ্যান্টিঅক্সিডেন্ট এছাড়াও দই এবং হলুদের মিশ্রণ ত্বকের জেল্লা ফেরাতে ভীষণ উপযোগী। ত্বকের জেল্লা ফেরাতে এবং ত্বক উজ্জ্বল রাখতে এই ফেসপ্যাকের জবাব নেই।