দার্জিলিং-সহ পার্বত্য এলাকায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। এ সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গের কিছু জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। এখনও জলীয় বাষ্প বাতাসে থাকায় কিছুটা অস্বস্তি থাকবে।

West Bengal Weather Update: জল্পনা-কল্পনা নয়, শুনে নিন খোদ আবহাওয়া দফতরের অধিকর্তা কী বলছেন বঙ্গোপসাগরে নিম্নচাপের সম্ভাবনা নিয়ে, জানুন কবে থেকে বৃষ্টি ?

Weather News Today : আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা জানিয়ে দিলেন এখন পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন কী রকম আবহাওয়া থাকবে৷  বাংলা থেকে বর্ষা বিদায়! বর্ষা বিদায় নিলেও বিক্ষিপ্ত দুর্ভোগ। মঙ্গলবার কার্নিভালে বৃষ্টির পূর্বাভাস। ১৫ অক্টোবর মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা বাড়বে দক্ষিণবঙ্গে। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা আগামীকাল। তার পরোক্ষ প্রভাবে মঙ্গলবার থেকে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়বে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় স্থানীয়ভাবে মেঘলা আকাশ ও বৃষ্টির সম্ভাবনা বাড়বে। উপকূল উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। আগামিকাল বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের সম্ভাবনা। উপকূলের জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। দার্জিলিং- কালিম্পং-সহ পার্বত্য এলাকাতেও হালকা বৃ্ষ্টি। (Watch bangla news video)