রাইফেল চালানো হাতে ড্রামস স্টিকের ম্যাজিক, ভারতীয় সেনার এই প্রতিভায় হতবাক নেটিজেনরা

#নয়াদিল্লি: সেনা জওয়ান। শব্দটা মাথায় এলেই একটা দৃঢ় মানুষের ছবি ভেসে ওঠে। যাঁরা নিজের জীবন বিপন্ন করে প্রতিটি মুহূর্ত মাতৃভূমিকে রক্ষা করে চলেছেন। যাঁদের কাছে সবার আগে দেশ। তার পর পরিবার, পরিজন, শখ, আহ্লাদ সমস্ত কিছু। তবে এই এ কে ৪৭, স্টেইনগান চালানো হাতেও জন্ম নিতে পারে একের পর এক মন মাতানো সুর। সম্প্রতি এমনই ছবি ধরা পড়ল। ভাইরাল হল এক সেনা জওয়ানের ড্রাম বাজানোর ভিডিও।

সচরাচর কর্তব্যের ওপারে থাকা মানুষটাকে, তাঁর অন্যান্য প্রতিভা বা ইচ্ছেগুলোকে ভুলে যাই আমরা। কিন্তু প্রতিভাকে লুকিয়ে রাখা অসম্ভব। ওই শক্ত, রুক্ষ হাতগুলোতেও যে সুরের ম্যাজিক লুকিয়ে থাকতে পারে, তা ফের প্রমাণ করে দিলেন ভারতীয় সেনার জওয়ান স্যাম কে ড্যানিয়েল (Sam K Daniel)। ৯ ফেব্রুয়ারি Soldierathon নামে একটি ট্যুইট পেইজে পোস্ট করা ভিডিওটি। ইতিমধ্যেই ব্যাপক মাত্রায় ভাইরাল হয়েছে ২ মিনিট ২০ সেকেন্ডের এই ভিডিও। দেখা যাচ্ছে, চারদিকে সহকর্মীরা ঘিরে ধরেছেন তাঁকে। আর মাঝে চেয়ার বসে ড্রামের ছন্দে মেতে উঠেছেন জওয়ান স্যাম কে ড্যানিয়েল। কিছুক্ষণের মধ্যেই ড্রাম স্টিকের সঙ্গে রীতিমতো খেলতে শুরু করেছেন তিনি। একের পর এক সুর তুলে চলেছেন। একটা সময় ড্রাম স্টিক রোটেট করেও সমান তালে বাজিয়ে যেতে থাকেন। মনে হয়, যেন কোনও পেশাদার ড্রামার।

ভারতীয় সেনা বাহিনীর এই জওয়ানের প্রতিভায় মজেছেন নেটিজেনরা। জয় হিন্দ ধ্বনি আর প্রশংসায় ঢাকা পড়েছে কমেন্ট বক্স। এক ট্যুইট ব্যবহারকারী লিখেছেন, ওই জওয়ানের ড্রাম বাজানোর দক্ষতা সত্যিই অসাধারণ। গায়ে কাঁটা দিচ্ছে। আসলে প্রতিভাকে কখনও লুকিয়ে রাখা যায় না। কুর্নিশ জানাই ওই জওয়ানকে। কেউ লিখেছেন, মাতৃভূমি রক্ষার পাশাপাশি এমন অনবদ্য প্রতিভা সত্যিই প্রশংসনীয়।

প্রসঙ্গত ভারতীয় স্থল, বায়ু ও নৌ সেনার জওয়ানদের নিয়ে একটি ইন্ডিয়ান মিলিটারি ব্যান্ডও রয়েছে। এই ব্যান্ডে অনেক দক্ষ ড্রামার, গিটারিস্ট রয়েছেন। ব্যান্ডটি দেশের নানা বড় অনুষ্ঠানের পাশাপাশি আন্তর্জাতিক উৎসব-অনুষ্ঠানেও অংশ নেয়। এর পাশাপাশি প্রতি বছর প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজেও অংশ নেয় সেনাদের এই ব্যান্ড।