2nd Hooghly Bridge: মুখ্যমন্ত্রীর ক্ষোভপ্রকাশের পরেই পদক্ষেপ! সাত সকালে দ্বিতীয় হুগলি সেতু পরিদর্শনে পুলিশ কমিশনার, জরুরি বৈঠক

কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষোভ প্রকাশের পরেই দ্বিতীয় হুগলি সেতু ট্র্যাফিক সরেজমিনে পরিদর্শনে এলেন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার। কলকাতা পুলিশের ডিসি ট্র্যাফিককে নিয়ে দ্বিতীয় হুগলি সেতু জুড়ে কীভাবে ট্র্যাফিক ব্যবস্থাকে সাজানো যায় তা নিয়ে বৈঠকে বিনীত গোয়েলের।

এদিন কলকাতা পুলিশের পুলিশ কমিশনার বিনীত গোয়েল বলেন, ‘‘ দেখছেন, আমরা পরিকল্পনা করার জন্যই এসেছি। আমরা দেখতেই এসেছি।’’

আরও পড়ুন: মাটির কত গভীরে হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়াল মেট্রো স্টেশন? সৌধের নীচ দিয়ে যাবে কি রেল… শুরু হয়ে গেল কাজ

আরও পড়ুন: লোকসভার বিরোধী দলনেতা হচ্ছেন রাহুল গান্ধি, সিদ্ধান্ত ইন্ডিয়া জোটের বৈঠকে

অন্যদিকে, ডি সি ট্র্যাফিকের মন্তব্য, ‘‘আমরা দেখছি কী করে একাধিক চ্যানেল করে দ্বিতীয় হুগলি সেতুতে ট্র্যাফিক ব্যবস্থা সচল করা যায়।’’

মুখ্যমন্ত্রী নবান্ন অভিমুখে আসার আগেই বুধবার দ্বিতীয় হুগলি সেতু জুড়ে পরিদর্শন চালান কলকাকার পুলিশ কমিশনার৷ তাঁর সঙ্গে ছিলেন কলকাতা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও।