Viral Delhi Metro Girl: রক্ষণশীল পরিবারের মেয়ে এখন ‘দিল্লি মেট্রোর বিকিনি গার্ল’! জানুন এই ভাইরাল তরুণীর পরিচয়

নয়াদিল্লি : কলকাতার মেট্রোয় চুম্বনকাণ্ডে উত্তাল হয়েছিল পারিপার্শ্বিক এবং নেট দুনিয়া৷ সেরকমই ঝড় তুলেছে দিল্লি মেট্রোতে ভাইরাল তরুণীর ঘটনা৷ সম্প্রতি রাজধানীর মেট্রোতে ব্রালেট এবং মিনিস্কার্ট পরে সওয়ার হয়েছিলেন এক তিনি৷ ঝড়ের বেগে তাঁর ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে ইন্টারনেটে৷ সমাজমাধ্যমে তীব্র নিন্দিত হন তিনি৷ নেটিজেনদের চর্চায় কোথাও তাঁর নাম ‘দিল্লি মেট্রার বিকিনি গার্ল’, তো কোথাও তাঁর পরিচয় ‘দিল্লির উরফি যাদব’৷

অবশেষে জানা গিয়েছে তাঁর পরিচয়ও৷ ইন্ডিয়া টুডে-এর প্রতিবেদন জানাচ্ছে স্বল্পবসনা হয়ে বিতর্কিত তরুণীর নাম রিদম চনানা৷ ১৯ বছর বয়সি রিদম আদতে পঞ্জাবের ফতেগড় সাহিব এলাকার মেয়ে৷ সমাজমাধ্যম থেকে জানা যাচ্ছে, তিনি একটি অভিনয় স্কুলের ছাত্রী৷ গত কিছু দিন ধরে তিনি অভিনয় শিখছেন৷ ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার তাঁর ইনস্টাগ্রামে উপচে পড়ছে নেটিজেনদের ভিড়৷ যদিও রিদম নিজে জানিয়েছেন তিনি প্রচার পাওয়ার জন্য এই কাজ করেননি৷ কিছু মাস ধরেই তিনি এই পোশাকে যাতায়াত করছেন দিল্লি মেট্রোতে৷ দাবি রিদমের৷

এদিকে ইন্টারনেট তোলপাড় তাঁর ভাইরাল ভিডিও-র সন্ধানে৷ সকলেই জানতে উদগ্রীব এই তরুণীর আসল পরিচয়৷ ব্রালেট ও মিনিস্কার্ট পরে মেট্রোতে যাতায়াত করে চরম সমালোচিত তিনি৷ কিন্তু কেন করলেন এই কাজ? প্রসঙ্গত তাঁর কাছে এই প্রশ্ন অর্থহীন৷ কারণ তিনি মনে করেন ওই বেশে মেট্রোতে সওয়ার হয়ে তিনি কোনও ভুল করেননি৷ পোশাক নির্বাচন নিয়ে তাঁর মাথাব্যথা বা উদ্বেগ নেই৷ কারণ তিনি মনে করেন তাঁর যেটা পছন্দ সেটাই পরবেন৷ বাকিরা কে কী ভাবল, তাতে তার কিছু এসে যায় না৷ কারণ তিনি কী পরবেন, সেটা একান্তই তাঁর ব্যক্তিগত অভিরুচি৷

আরও পড়ুন :  মহিমা, রিয়া থেকে কিম, বারবার বলিউড সুন্দরীদের সঙ্গে পাতা সংসার ভেঙেছেন লিয়েন্ডার পেজ, রইল তাঁর রঙিন প্রেমজীবন

ইন্ডিয়া টুডে-কে দেওয়া এক সাক্ষাৎকারে রিদম বলেছেন, ‘‘আমি কী পরব, তাতে আমরা পূর্ণ স্বাধীনতা আছে৷ কোনও প্রচার পাওয়ার জন্য বা বিখ্যাত হয়ে ওঠার তাগিদে এসব করিনি৷ লোকে কী বলবে তাতে আমি পাত্তা দিই না৷’’ অনেকেই বলেছেন তিনি উরফি জাভেদকে অনুকরণ করেছেন৷ সে কথা অস্বীকার করেছেন তিনি৷ জানিয়েছেন, ‘‘আমি উরফি জাভেদ দ্বারা অনুপ্রাণিত নই মোটেই৷ এমনকি কিছু দিন আগে পর্যন্ত আমি জানতামও না তিনি কে৷ সম্প্রতি এক বন্ধু তাঁর ছবি আমাকে দেখিয়েছেন৷’’

 

নিরাপত্তাজনিত কোনও সমস্যা তাঁর হয়নি বলেই জানিয়েছেন তিনি৷ তবে কটূক্তি বা ইভটিজিং তিনি পাত্তা দেননি৷ কিন্তু নিজের রক্ষণশীল পরিবারে পোশাক নিয়ে কোনও সমর্থন পাননি বলেই জানিয়েছেন রিদম৷ কিন্তু জীবনে নিজের শর্তে চলবেন বলেই বেড়াজাল ভেঙেছেন৷ লোকের কটূক্তিতে তাঁর কিছু যায় আসে না৷ জানিয়েছেন রিদম৷ সম্প্রতি দিল্লি মেট্রো রেল কর্পোরেশন নিয়ম করেছে মেট্রো রেলে কেউ ভিডিও করতে পারবেন না৷ কারণ তাতে অন্য যাত্রীদের সমস্যা হয়৷ সেই প্রসঙ্গে রিদম বলেছেন, ‘‘এটা বিস্ময়কর যে ডিএমআরসি এখন নিজেদের করা নিয়ম ভুলেই গিয়েছে যে মেট্রোতে ভিডিও করা নিষিদ্ধ৷ তাদের যদি আমার পোশাক নিয়ে সমস্যা হয়,তাহলে যাঁরা ভিডিও করেছেন তাঁদের নিয়েও মেট্রো কর্তৃপক্ষের সমস্যা থাকা উচিত৷’’

 

তবে স্বপক্ষে যুক্তি আনলেও আপাতত সমাজমাধ্যমের কাঠগড়ায় এই তরুণী৷ অধিকাংশ নেটিজেনের তরফে বিদ্রূপ, কটূক্তি উড়ে এলেও কিছু নেটিজেনের সমর্থন তিনি পেয়েছেন৷ তাঁদেরও মত, বিনা অনুমতিতে, গোপনে রিদমের ভিডিও তুলে ঠিক করেননি জনৈক যাত্রী৷