এক ঝলকে দেখে নিন বাংলাদেশে বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, বিরাট কোহলি, কেএল রাহুল, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, কুলীদপ যাদব, জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।

Rohit Sharma: বার্বাডোজে নতুন ‘সঙ্গী’-র সঙ্গে সমুদ্র সৈকতে ঘুরছেন রোহিত! রইল ভাইরাল ভিডিও

বার্বাডোজ: ২৯ জুন রুদ্ধশ্বাস ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে টি-২০ বিশ্বকাপ জিতেছিল টিম ইন্ডিয়া। জয়ের পর মাঠেই আবেগ প্রবণ হয়ে পড়ে শুয়ে পড়েছিলেন রোহিত শর্মা। চোখের দলও বাঁধ মানেনি ভারত অধিনায়কের। বিশ্বজয়ের পর ঘূর্ণি ঝড়ের কারণে বার্বাডোজ ছাড়তে পারেনি ভারতীয় দল। এরই মধ্যে নতুন ‘সঙ্গীর’ সঙ্গে দেখা গেল রোহিত শর্মাকে।

বার্বাডোজের হোটেলে আটকে থাকার সময় রোহিত শর্মার একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা গিয়েছে রোহিত শর্মার নতুন ‘সঙ্গী’-কে। এমনকী নতুন সেই প্রাণের বন্ধুর সঙ্গে বার্বাডোজে হোটেলে বাইরে সমুদ্র সৈকতেও দেখা যা রোহিত শর্মা। দেখে মনে হতেই পারে এক মুহূর্তের জন্যও নিজের নতুন সেই ‘সঙ্গী’-কে হাতছাড়া করতে নারা ভারত অধিনায়ক।

এবার আপনাদের মনে প্রশ্ন জাগতেই পারে রোহিতের সেই নতুন সঙ্গী কে? এখানেই রয়েছে আসল ট্যুইস্ট। রোহিত শর্মার সেই নতুন বন্ধু হল টি-২০ বিশ্বকাপ জয়ের ট্রফি। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, রোহিত শর্মা টি-২০ বিশ্বকাপের ট্রফি হাতে হোটেলের লনে ঘুরছেন। কখনও আবার সমুদ্র সৈকতের দিকে একাই হেঁটে চলেছেন। যা মন ছুঁয়ে গিয়েছে নেটিজেনদের।

আরও পড়ুনঃ Indian Cricketers Retirement: শুধু বিরাট-রোহিত-জাদেজা নয়, আরও ৫ ভারতীয় ক্রিকেটারের শীঘ্রই অবসর! জানুন বিস্তারিত

প্রসঙ্গত, টি-২০ বিশ্বকাপ ফাইনালে প্রথমে ব্যাট করে ভারতীয় দল ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান করে। সর্বোচ্চ ৭৬ রানের ইনিংস খেলেন বিরাট কোহলি। অক্ষর প্যাটেল করেন ৪৭ রান। জবাবে রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করে দক্ষিণ আফ্রিকা। হার্দিক পান্ডিয়া ৩টি, জসপ্রীত বুমরাহ ২টি, অর্শদীপ সিং ২টি উইকেট নেন। একইসঙ্গে অবিশ্বাস্য ক্যাচ ধরেন সূর্যকুমার যাদব।