রান আউট নিয়ে চরম নাটক- Photo Courtesy- X Account Video Grab

Virals: রান আউটের জন্য অ্যাপিল করল না বিপক্ষ, দেখলেন না আম্পায়র, চোখ-মাথা সবই কি গেছে, উত্তাল নেটদুনিয়া, রইল ভিডিও

কলকাতা: এ কী অবস্থা৷ ক্রিকেটের বেসিক ব্যকরণটাই ঘেঁটে গেল নাকি৷ রান আউটের সম্ভাবনা তৈরি হলে বিপক্ষ অ্যাপিল করে, আম্পায়র নজর রাখে, তারপর যদি ফিল্ড আম্পায়র নিজের সিদ্ধান্ত নিয়ে সন্দিহান থাকেন তাহলে বল যায় থার্ড আম্পায়রের কোর্টে৷ আর এগুলোর কোনটাই হল না অ্যাডিলেডে অস্ট্রেলিয়া বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচে৷  ফলে ভাইরাল এখন সেই রান আউটের ভিডিও৷

অ্যাডিলেড ওভালে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৩৪ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। এর ফলে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে থাকায় অজিরা সিরিজ জিতে গেছে। এদিনের ম্যাচে তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল সেঞ্চুরি করেন অন্যদিকে বল হাতে জ্বলওয়া দেখান  মার্কাস স্টোয়ানিস৷  তবে এসব ছেড়ে এই ম্যাচ যে কারণে হেডলাইন ছিনিয়ে নিয়েছে তা হল রান আউট হওয়া আলজারি জোসেফের আউটের জন্য না অস্ট্রেলিয়ান ফিল্ডাররা অ্যাপিল করে, না আম্পায়র নিজে দেখতে পেয়ে আউটের সিদ্ধান্ত দেন৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও৷

আসলে বিষয়টি এরকম অস্ট্রেলিয়া বনাম ওয়েস্টইন্ডিজ ম্যাচের  ১৯ তম ওভারে এই ঘটনাটি ঘটে যায়। অজিদের দেওয়া বিশাল  ২৪২ রানের লক্ষ্য তাড়া করছিল ওয়েস্ট ইন্ডিজ। পেসার জনসন স্পেনসার ১৯তম ওভারের তৃতীয় বলে বোল্ড করেন।  আলজারি জোসেফ এই বলটি কাভারের দিকে শট মারেন। এরপরে দ্রুত এক রান নেওয়ার লক্ষ্যে  ক্রিজের বাইরে আসেন জোসেফ। এরপরে, নন-স্ট্রাইক এন্ডে স্টাম্প ব্রেক হয়ে যায়৷  তখনও  ক্রিজের ভেতরে পৌঁছতে পারেননি জোসেফ৷

আরও পড়ুন ? Mithun Chakraborty Property: ফুটপাথ থেকে উঠে আসা, আজ ৩৪৭ কোটির সম্পত্তি, মিঠুনের বিপুল সম্পত্তির ভাগ পাবেন কারা, কারা

কিন্তু অজি প্লেয়াররা সেই সময় এই রান আউটের জন্য আবেদন করেননি এবং আম্পায়রও আউট দেননি৷ তবে কিছুক্ষণের মধ্যেই জায়ন্ট স্ক্রিনে এই মোমেন্টটা দেখানো হতেই সকলে দেখতে পান নিশ্চিতভাবে রানআউট ছিলেন ৷  অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা লাফালাফি শুরু করেন।

কিন্তু তখনই আম্পায়ার তখনই আসরে নামেন। আম্পায়ার অস্ট্রেলিয়ান ক্রিকেটাদের বলেছিলেন যে তাঁরা সেই সময়ে রানআউটের অ্যাপিল   করেননি, তাই আলজারি আউট হবেন না। আম্পায়ারের এমন কথা দেখে হতবাক হয়ে যান  অজি ক্রিকেটাররা৷  অস্ট্রেলিয়ান খেলোয়াড় টিম ডেভিড বলেছেন যে তিনি রান আউটের আবেদন করেছিলেন। ডেভিড এটাকে হাস্যকর বলেছেন।

নিয়ম কী

আইসিসির নিয়ম অনুসারে, ফিল্ডিং দল আউটের জন্য আবেদন না করলে ব্যাটসম্যানকে নট আউট বলে গণ্য করা হয়। অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও একই ঘটনা ঘটেছে। আম্পায়ার বলেন, ফিল্ডিং দল যখন রান আউটের আবেদনই করেনি, তাহলে ব্যাটসম্যানকে আউট ঘোষণা করবেন কীভাবে।

তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হবে পার্থে
অস্ট্রেলিয়া বনাম ওয়েস্ট ইন্ডিজ সিরিজের তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টি ম্যাচটি মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি খেলা হবে৷