Virat Kohli 100th Test: টেস্টে ৮০০০ রান পূর্ণ করলেও, হাফসেঞ্চুরি রইল অধরা

#মোহালি: বিরাট কোহলির ঐতিহাসিক ১০০ তম টেস্ট ম্যাচে  (Virat Kohli 100th test) ভারতীয় ফ্যানরা আশা করছিলেন দীর্ঘ আড়াই বছরের শতরান খরা কাটবে৷ কিন্তু সেই আশা মোহালির মাঠেও পূর্ণ হল না৷ এমনকি হাফসেঞ্চুরির পাঁচ রান দূরেই থমকালো বিরাটের ইনিংস৷ এদিন ভারত বনাম শ্রীলঙ্কা (Ind vs SL) প্রথম টেস্ট ম্যাচের প্রথম ইনিংসে বিরাট কোহলির (Virat Kohli) স্কোর ৪৫৷

এদিন বিরাট কোহলির (Virat Kohli)  ইনিংস সাজানো পাঁচটি চার দিয়ে, ৭৬ বলে এই রান করেন তিনি৷ তবে বিরাট কোহলির শততম ম্যাচে Virat Kohli 100th test)  সেভাবে বড় স্কোর না হলেও তিনি এদিন টেস্ট ম্যাচে তিনি মোট ৮০০০ রানের মাইল ফলক পেরোলেন৷

আরও পড়ুন – Virat Kohli 100th Test: বিরাটের শততম ম্যাচে কেন পাশে অনুষ্কা শর্মা, নেটিজেনদের

এদিকেবিরাট কোহলির শততম টেস্ট ম্যাচ (Virat Kohli 100th test)  ৷ তাই এই ম্যাচ শুরুর আগে বিরাট কোহলিকে সম্বর্ধনা দিয়েছে৷ বিসিসিআই৷ রাহুল দ্রাবিড় হাতে তুলে দিয়েছেন বিশেষ শততম টেস্টের জন্য ক্যাপ৷ রাহুল দ্রাবিড় এই সম্মান তুলে দিয়ে বিরাটকে প্রশংসা করার পাশাপাশি বিরাটের এই পথকেও প্রশংসা করেছেন৷ এদিকে বিরাট কোহলির পাশে এদিন সম্বর্ধনার সময় দাঁড়িয়েছিলেন তাঁর স্ত্রী৷ সবসময়েই বিরাট তাঁর সাফল্যের কৃতিত্ব দেন তাঁর অর্ধাঙ্গিনী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) ৷
বিসিসিআই ট্যুইটারে বিরাট কোহলির শততম ম্যাচের (Virat Kohli 100th test)  সম্বর্ধনা দেওয়ার ভিডিও পোস্ট করেছে৷ দেখে নিন সেই ভাইরাল ভিডিও (Viral Video)৷

এদিকে বিরাট কোহলির পাশে এদিন সম্বর্ধনার সময় দাঁড়িয়েছিলেন তাঁর স্ত্রী৷ সবসময়েই বিরাট তাঁর সাফল্যের কৃতিত্ব দেন তাঁর অর্ধাঙ্গিনী অনুষ্কা শর্মাকে (Anushka Sharma) ৷ এই পরিস্থিতিতে হঠাৎই ক্ষেপে বোম নেটিজেনরা৷

ভারত  বনাম শ্রীলঙ্কা টেস্ট সিরিজে প্রথম ইনিংস বিরাট কোহলির বড় রান পাওয়ায় ফ্যানরা একটু হতাশ তবে দ্বিতীয় ইনিংসেও কতটা সেটা সামাল দেওয়া যাবে৷