হরভজনের জন্মদিনে পিছনে লাগলেন বিরাট! শুভেচ্ছা জানালেন যুবরাজ, কাইফরা

 

#মুম্বই: হরভজন সিং-এর চল্লিশতম জন্মদিন৷ আর সেই উপলক্ষেই পুরোন একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে প্রাক্তন ভারতীয় অফ স্পিনারকে শুভেচ্ছা জানালেন ভারত অধিনায়ক৷ বলা ভাল একই সঙ্গে হরভজনের পিছনেও লাগলেন বিরাট৷

এ দিন যে ছবিটি বিরাট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন, সেটি বেশ কয়েক বছরের পুরনো৷ বিরাটেরও বয়স বেশ কিছুটা কম৷ ছবিতে হরভজনের সঙ্গে ফুটবল খেলতে দেখা যাচ্ছে বিরাটকে৷ কিন্তু মজার বিষয় হল, ছবিতে হরভজনের যে ছবি ফুটে উঠেছে, তা বেশ মেদবহুল৷ আর তা নিয়েই ভাজ্জিকে ব্যঙ্গ করেছেন বিরাট৷ তবে পুরোটা নিখাদ মজা করেই করেছেন বিরাট৷

হরভজনের ফুটবল খেলা এবং মেদবহুল চেহারা নিয়ে বিরাট কটাক্ষ ছুড়ে দিয়েছিলেন৷ জবাবে হরভজন জানিয়েছেন, সবকিছু স্বাভাবিক হওয়ার আগেই নিজেকে আরও ফিট করে তুলবেন৷ তার পর বিরাটের সঙ্গে কসরত করবেন তিনি৷

একা বিরাট নন, হরভজনের প্রাক্তন অনেক সতীর্থই এ দিন তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন৷ সেই তালিকায় রয়েছেন যুবরাজ সিং৷ ভাজ্জির পিছনে লাগতে তিনিও ছাড়েননি৷ একইসঙ্গে হরভজন এবং তাঁর পুরনো বেশ কিছু স্মৃতি ভিডিও আকারে শেয়ার করেছেন যুবরাজ৷ ট্যুইটারে হরভজনকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে যুবরাজ লিখেছেন, ‘এটা তোমার ৪০ না ৪৭তম জন্মদিন? তোমার পিছনে লাগতে লাগতে একসঙ্গে যে সুন্দর সময়গুলো আমরা বছরের পর বছর কাটিয়েছি, তা একঝলকে দেখে নাও৷’ করোনা অতিমারির সমস্যা মিটে গেলেই হরভজনের কাছে পার্টির দাবিও জানিয়েছেন যুবরাজ৷

জন্মদিনে হরভজনকে শুভেচ্ছা জানিয়েছেন তাঁর আর এক প্রাক্তন সতীর্থ মহম্মদ কাইফও৷

তিনি লিখেছেন, ‘৪০ বছরে পা দিল ভাজ্জি৷ ভারতের অন্যতম শ্রেষ্ঠ ম্যাচ উইনার৷ দু’ বার ভারতের হয়ে বিশ্বকাপ জয়ী এবং ৭১১ উইকেট নেওয়ার কৃতিত্ব রয়েছে তোমার৷ পানাজিতে ১৯৯৬ সালে অনুর্ধ্ব- ১৬ খেলায় প্রথমবার দেখেই ওকে স্পেশ্যাল মনে হয়েছিল৷ মাঠের মধ্যে এত আগ্রাসী অথচ মাঠের বাইরে একজন দারুণ বন্ধু৷ জন্মদিনে তোমায় অনেক শুভেচ্ছা৷’