গুয়াহাটিতে নতুন রেকর্ডের মালিক বিরাট ! ভারতীয়দের মধ্যে দ্রুততম কিং কোহলি

#গুয়াহাটি: মহা সপ্তমীর রাতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে গুয়াহাটিতে সূর্য কুমার যাদব এবং রাহুলের দিকেই নজর ছিল ক্রিকেটপ্রেমীদের। এটাই স্বাভাবিক। তিরুবন্তপুরমের মত এখানেও এই দুজন ব্যাটসম্যান অসাধারণ পারফরম করলেন। তবে সবার চোখের আড়ালে ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে প্রথম দ্রুততম ১১০০০ পূর্ণ করলেন বিরাট কোহলি টি-টোয়েন্টি ক্রিকেটে।

দক্ষিণ আফ্রিকার ফাস্ট বোলার পার্ণেলকে ছক্কা মেরে এই রেকর্ড তৈরি করলেন কিং কোহলি। যদিও মাত্র একটি রানের জন্য হাফ সেঞ্চুরি পূর্ণ হল না তার। অপরাজিত রয়ে গেলেন ৪৯ রানে। মারলেন সাতটি বাউন্ডারি এবং একটি ছক্কা। এটা ভারতীয় ক্রিকেটের জন্য ভাল লক্ষ্য বিশ্বকাপের আগে।

এই ফরম্যাটে পৌঁছাতে বিরাটের লাগল ৩৫৪ ম্যাচ। ভারতীয়দের মধ্যে তালিকায় দ্বিতীয় স্থানে আছেন রোহিত শর্মা (১০,৫৮৭) এবং তিন নম্বরে আছেন শিখর ধাওয়ান (৯২৩৫)। সুনীল গাভাসকার পরিষ্কার জানিয়ে দিলেন ম্যাচের পরিস্থিতি বুঝে যেভাবে ব্যাট করছে বিরাট তাতে তার আত্মবিশ্বাস অনেকটা ভাল জায়গায় বোঝা যাচ্ছে।

যেভাবেই সূর্য কুমারকে স্ট্রাইক ছেড়ে দিয়েছিল কোহলি, ম্যাচের পরিস্থিতি অনুযায়ী সেটা প্রয়োজনীয় ছিল বলে জানিয়েছেন সানি। সব মিলিয়ে বিশ্বকাপের আগে কোহলির ছন্দ ভরসা দিচ্ছে ভারতকে। সবচেয়ে বড় কথা রান নিয়েও স্কোরবোর্ড চালু রাখছেন।