IND VS ENG: প্রথম টি-২০ ম্যাচে ওপেন করবেন কারা? জানিয়ে দিলেন বিরাট

#আহমেদাবাদ: টেস্ট সিরিজ এখন অতীত৷ ব্রিটিশদের নাস্তানাবুদ করে ভারতের চোখ এখন পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে৷ শুক্রবার অর্থাৎ আগামিকাল আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে প্রথম ম্যাচে মুখোমুখি ভারত-ইংল্যান্ড (IND VS ENG)৷

রোহিত শর্মার (Rohit Sharma) অবর্তমানে অস্ট্রেলিয়ার মাটিতে টি-২০ সিরিজে ওপেন করেছিলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan) ও কেএল রাহুল (KL Rahul)৷ কিন্তু হিটম্যান চোট সারিয়ে ফিরে এসেছেন টিমে৷ এখন প্রশ্ন তাহলে টিম ম্যানেজমেন্ট কোন জুটিকে বেছে নেবে শুরুতে!

যাবতীয় সংশয় দূর করে দিলেন ভারত অধিনায়ক৷ বৃহস্পতিবার বিরাট কোহলি (Virat Kohli) প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে জানিয়ে দিলেন প্রথম টি-২০ ম্যাচে ওপেন করবেন কারা৷ “কেএল আর রোহিত টপ অর্ডারে আমাদের হয়ে পারফর্ম করে আসছে৷ ওরাই আগামিকাল শুরু করবে৷ যদি রোহিত বিশ্রামে যায় বা রাহুলের চোট লাগে তাহলে শিকি (ধাওয়ান) আমাদের তৃতীয় ওপেনার হবে৷”

অন্যদিকে দলে সূর্যকুমার যাদব (Suryakumar Yadav), ইশান কিশান (Ishan Kishan) ও রাহুল তেওয়াটিয়ার (Rahul Tewatia) মতো নতুন মুখ এসেছে৷ কোহলি বলছেন এই ক্রিকেটারদের পরীক্ষায় বসতে হবে এই সিরিজে৷ তাঁর সংযোজন, “ওদের দলে যোগদান দিয়েছে ব্যাটিংয়ের এক্স-ফ্যাক্টর হিসাবে৷ আমরা দেখতে চাই ওরা মিডল অর্ডারে কতটা ভাল করে!”

কোহলি আরও জানালেন যে, এই সিরিজে ভারত ‘ফ্রি-ক্রিকেট’ খেলবে৷ কোহলি বলছেন, “আমরা ফ্রি-ক্রিকেট খেলতে চাই৷ দলে বিস্ফোরক সব ব্যাটসম্যানরা আছে৷ আর সেটাই আমরা করতে চাই৷ এবার দেখতে পাবেন যে, ক্রিকেটাররা কত’টা খোলামেলা ক্রিকেট খেলছেন! এই সিরিজ থেকেই আমরা আরও ফ্রি খেলব৷”