পরের আইপিএলের জন্য যে কোনও দল ৬ জন প্লেয়ারকে রিটেন করতে পারবে বলে জানা যাচ্ছে। আরসিবি রিটেন করতে পারে মহম্মদ সিরাজ, রজত পাতিদার, যশ দয়াল, উইল জ্যাকস, গ্লেন ম্যাক্সওয়েলকে। বিরাট কোহলি তো থাকছেনই।

RR vs RCB IPL 2024 Eliminator: কোহলি-ম্যাজিক ফিকে হতেই চাপে পড়ল আরসিবি, রাজস্থানের জয়ের জন্য প্রয়োজন ১৭৩

আহমেদাবাদ: বিরাট কোহলি আউট হতেই চাপে পড়ল আরসিবি। এলিমিনেটরের ম্যাচে রাজস্থানের বিরুদ্ধে টসে হেরে প্রথমে ব্যাট করতে হয় কোহলির দলকে।

শুরুটা তেমন ভাল হয়নি বেঙ্গালুরুর। ৪.৪ ওভারেই ১৪ বলে ১৭ রান করে সাজঘরে ফেরেন ডু প্লেসি। তারপরে বেঙ্গালুরুর ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায় ছিল কোহলির উপরে। কিন্তু ২৪ বলে ৩৩ করে কোহলি আউট হতেই বিপাকে পড়ে আরসিবি। পাতিদার, লমরোর, গ্রীন প্রত্যেকেই চেষ্টা করলেও উইকেটে থিতু হতে পারেননি কেউই। এর মধ্যে লমরোরের ১৭ বলে ৩২ এবং রজত পাতিদারের ২২ বলে ৩৪ রানের উপর ভর করে ১৭২ রান তোলে আরসিবি।

আরও পড়ুন: নারিনের মুকুটে নতুন পালক, প্লে-অফের ম্যাচে ব্যাটে-বলে বিরল নজির গড়লেন কেকেআর তারকা

অন্যান্য ম্যাচের মতোই এলিমিনেটরের ম্যাচে হতাশ করলেন গ্লেন ম্যাক্সওয়েল, গোল্ডেন ডাক করে আউট হন তিনি। সুযো-গ থাকলেও ব্যর্থ হলেন দীনেশ কার্তিকও, ১৩টি বল খেলে মাত্র ১১ রান করেন তিনি। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে মাত্র ১৭২ রান তুলল আরসিবি।

তবে রাজস্থান ম্যাচে আরসিবিকে সবচেয়ে বেশি বিপদে ফেলল কোহলি নির্ভরশীলতা। মিডল অর্ডারে ছোট ছোট পার্টনারশিপ হলেও বড় পার্টনারশিপ হলে আরও কিছুটা রান তোলা যেত।