বিশ্বকাপে এবার ‘বোলার’ বিরাট কোহলির ধামাকা! অনুষ্কা যা করলেন, দেখার মতো

 নয়াদিল্লি: টিম ইন্ডিয়া বিশ্বকাপে ৯ নম্বর জয় পেল। রবিবার নেদারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। ম্যাচে কেএল রাহুল ও শ্রেয়াস আইয়ারের সেঞ্চুরিতে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ৪১০ রান করে টিম ইন্ডিয়া।

জবাবে নেদারল্যান্ডস দল আড়াইশো রানে অলআউট হয়ে যায়। এদিন হাফ সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি, অধিনায়ক রোহিত শর্মা ও শুভমান গিলও। তবে সব থেকে মজার ব্যাপার, এদিন বোলার বিরাট কোহলিকে দেখল দুনিয়া।

কোহলির উইকেট নেওয়ার সঙ্গে সঙ্গে বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে নাচলেন স্ত্রী অনুষ্কা শর্মা। পরে কোহলিকেও নাচতে দেখা যায়। বিশ্বকাপে এটি কোহলির প্রথম উইকেট। ওয়ানডেতে ৫ম উইকেট।

ইনজুরির কারণে মহম্মদ সিরাজ মাঠের বাইরে যান। তখনই বোলিং করার সুযোগ পান কোহলি। যদিও পরে মাঠে ফিরে আসেন সিরাজ। একটি উইকেট পান রোহিত শর্মাও।

ইনিংসের ২৫তম ওভারের তৃতীয় বলে স্কট এডওয়ার্ডসকে আউট করেন বিরাট কোহলি। এডওয়ার্ডস লেগ সাইডের বাইরে গিয়ে বল খেলার চেষ্টা করেছিলেন। কিন্তু বল ব্যাটে লেগে উইকেটের পিছনে চলে যায় কেএল রাহুলের গ্লাভসে।

আরও পড়ুন- সৌরভ গঙ্গোপাধ্যায় ঘটি নাকি বাঙাল? এই ভিডিও প্রমাণ! দাদার মুখের ভাষা অবাক করবে

কোহলি ৩ ওভার বল করেছেন এবং ১৩ রানে একটি উইকেট নিয়েছেন। ৯ বছর পর ওয়ানডেতে উইকেট পেলেন বিরাট। শেষবার তিনি ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে উইকেট নিয়েছিলেন।

ওডিআই ক্রিকেটে বিরাট কোহলির প্রথম উইকেটটি ২০১১ সালে। ইংল্যান্ডের বিরুদ্ধে। ৫০ রানে অ্যালিস্টার কুককে প্যাভিলিয়নে পাঠান তিনি।

এর পর ইংল্যান্ডের ক্রেগ কিসওয়েটার, দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক, নিউজিল্যান্ডের ব্রেন্ডন ম্যাককালাম এবং এখন স্কট এডওয়ার্ডস তাঁর শিকার হয়েছেন।

আরও পড়ুন- গরিবদের দিলেন ৫০০ টাকার নোট! আফগান ক্রিকেটার যা করলেন, কেউ করেনি

কোহলি এখনও পর্যন্ত ওয়ানডেতে ১১০.২ ওভার বোলিং করেছেন। ৬৮০ রান দিয়েছেন। নিয়েছেন ৫টি উইকেট। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতেও  ৪ উইকেট নিয়েছেন কোহলি।