বড় অঘটন! বিরাট কোহলিকে ১৫টা বল করলেন বুমরাহ, যা হল বিশ্বাস হবে না

কানপুর: এত খারাপ সময় যাচ্ছে বিরাট কোহলি! বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে রান পাননি কোহলি। এবার কানপুর টেস্টে কি তাঁকে চেনা ছন্দে দেখা যাবে? অনুরাগীদের মনে এটাই সব থেকে বড় প্রশ্ন। চেন্নাই টেস্টে প্রথম ইনিংসে ৬ রান করেন তিনি। দ্বিতীয় ইনিংসে ১৭।

আগামী কয়েক মাসে আরও কয়েকটি টেস্ট ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। রয়েছে অস্ট্রেলিয়া সফর। শোনা যাচ্ছে, তাঁর আগে ঘরোয়া ক্রিকেট খেলতে পারেন কোহলি। কারণ অস্ট্রেলিয়া সফরের আগে বিরাট ছন্দ ফিরে পেতে চাইছেন। নেটে ঘাম ঝড়াচ্ছেন তিনি। তবে এদিন গ্রিন পার্ক স্টেডিয়ামে নেট সেশনে বেশ চাপে পড়লেন বিরাট কোহলি।

আরও পড়ুন- পরের আইপিএলে কত জন ক্রিকেটার ধরে রাখতে পারবে দলগুলো? জানা গেল বড় আপডেট‍

দেখে যা বোঝা যাচ্ছে, শুধু পেস নয়, স্পিনের বিরুদ্ধেও সমস্যায় পড়ছেন কোহলি। জানা গিয়েছে, এদিন নেটে জসপ্রিত বুমরাহর ১৫টি ডেলিভারির মধ্যে ৪ বার আউট হন বিরাট কোহলি। শুরুর দিকে বিরাট নেটে বেশ আত্মবিশ্বাসী হয়ে ব্যাটিং করছিলেন। বড় শর্ট খেলতেও দেখা যায় তাঁকে।

এর পর বুমরাহর বলে খেলতে গিয়ে বারবার সমস্যায় পড়েন কোহলি। ভারতের তারকা পেসার বুমরাহর একের পর এক ডেলিভারিতে খোঁচা মারতেও দেখা যায় তাঁকে। এমনকী একটি শটে শর্ট লেগে ক্যাচ তুলে দেন কোহলি। এর আগেও চেন্নাই টেস্টের সময় নেটে বুমরাহ ২ বার আউট করেছিলেন বিরাটকে।

আরও পড়ুন- দ্বিতীয় টেস্টে বাদ ভারতের ৫ প্লেয়ার! কানপুরে লক্ষ্য ‘টাইগারদের’ হোয়াইট ওয়াশ

এদিন রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা ও অক্ষর প্যাটেলের বিরুদ্ধে খেলতেও বেশ সমস্যায় পড়েন কোহলি। বোঝাই যাচ্ছে, বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের আগে বেশ চাপে আছেন তিনি।