India vs England: ‘স্পিরিট অফ ক্রিকেট’, ধোনির ট্র্যাডিশন ধরে রাখলেন কোহলি

#চেন্নাই: ৬ বছর আগের মুম্বইয়ের স্মৃতি উস্কে দিল চেন্নাই৷ শুক্রবার থেকে তামিলনাড়ুর রাজধানিতে শুরু হয়েছে ভারত-ইংল্যান্ড (India vs England) চার ম্যাচের টেস্ট সিরিজের প্রথম ম্যাচ৷ এদিন ইংল্যান্ড অধিনায়ক জো রুটের (Joe Root) অপরাজিত সেঞ্চুরিতে (১২৮*) প্রথম দিনেই বেশ ভাল জায়গায় চলে গিয়েছে ইংল্যান্ড৷

এদিন রুটের শতরান ছাড়াও দিনের অন্যতম সেরা মুহূর্তের উপহার দিলেন ভারত অধিনায়ক (Virat Kohli)৷ এদিন সুইপ করে ছক্কা হাঁকাতে গিয়েই পায়ে টান ধরে যায় রুটের৷ যন্ত্রণায় কাতর রুট উইকেটের পাশে শুয়ে পড়েন৷ ইংল্যান্ডের ফিজিও ছুটে আসার আগে রুটের কাছে ছুটে আসেন বিরাট৷ রুটের পায়ে নিজে হাতে স্ট্রেচিং করিয়ে দেন৷ স্পোর্টিং স্পিরিটের এই ভিডিও রাতারাতি ভাইরাল হয়ে যায়৷

কোহলি মনে করিয়ে দিলেন দেশের প্রাক্তন অধিনায়ক এমএস ধোনির কথা (MS Dhoni)৷ ঠিক একই রকম ঘটনা ঘটেছিল মুম্বইয়ের ওয়াংখেড়েতে৷ সেবার পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ভারতে এসেছিল দক্ষিণ আফ্রিকা৷ পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ও পঞ্চম ম্যাচে প্রোটিয়া ব্যাটসম্যান ফাফ দুপ্লেসিস ১৩৩ বলের অনবদ্য ইনিংস খেলে আহত ও অবসৃত হয়েছিলেন৷

খেলা চলাকালীন ফাফ ও রুটের মতোই সুইপ করে ছক্কা হাঁকাতে গিয়ে বিপাকে পড়েন৷ পায়ে তাঁর প্রচণ্ড জোরে টান ধরে যায়৷ উইকেটের পিছনে দাঁড়ানো ধোনি তখন নিজের হাতে ফাফের স্ট্রেচ করিয়ে দেন৷ শুক্রবার সন্ধ্যায় বিসিসিআই এই দুই ঘটনাকে জুড়ে একটি ভিডিও ট্যুইট করল৷ ‘অন ফিল্ড ফিজিও’র ভূমিকায় ধোনির ছায়াই দেখা গেল কোহলির মধ্যে৷