বিরাটের জায়গায় এবার কে?

Virat Kohli: বিরাট-যুগ শেষ, T20-তে কোহলির ব্যাটন এবার কার হাতে? স্পষ্ট হয়ে গেল বিশ্বজয়ের পরই! কে সেই ক্রিকেটার?

টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট কোহলি জানিয়েছিলেন, এটিই দেশের হয়ে তাঁর শেষ টি-টোয়েন্টি ম্যাচ। সেই ঘোষণার কিছু পরে অবসর ঘোষণা করে দিলেন রোহিত শর্মাও। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন তিনিও।
টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে ম্যাচের সেরার পুরস্কার নিতে গিয়ে বিরাট কোহলি জানিয়েছিলেন, এটিই দেশের হয়ে তাঁর শেষ টি-টোয়েন্টি ম্যাচ। সেই ঘোষণার কিছু পরে অবসর ঘোষণা করে দিলেন রোহিত শর্মাও। সাংবাদিক বৈঠকে তিনি জানিয়ে দিলেন, আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন তিনিও।
আর এরপরই অনুরাগীদের প্রশ্ন, বিরাট, রোহিতের জায়গায় এবার কে? নতুন প্রতিভা কম আসছে না ভারতীয় টিমে, কিন্তু ধারাবাহিকতা, একগ্রতা যেমন বিরাট, রোহিতদের মধ্যে রয়েছে, তা পাবে তো নতুন প্রজন্ম? প্রশ্ন অনেকেরই।
আর এরপরই অনুরাগীদের প্রশ্ন, বিরাট, রোহিতের জায়গায় এবার কে? নতুন প্রতিভা কম আসছে না ভারতীয় টিমে, কিন্তু ধারাবাহিকতা, একগ্রতা যেমন বিরাট, রোহিতদের মধ্যে রয়েছে, তা পাবে তো নতুন প্রজন্ম? প্রশ্ন অনেকেরই।
এই পরিস্থিতিতে যেন বিরাট ব্যাটন দিয়ে যাচ্ছেন এমন একজনকে, যাকে দেখে খুশিতে ভরে উঠতে পারে কলকাতা তথা বাংলাবাসী। রিঙ্কু সিং সেই ক্রিকেটার, যিনি এ বারের বিশ্বকাপের (T20 World Cup 2024) মূল টিমে জায়গা পাননি। তা সত্ত্বেও বিরাট-রোহিতদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ সর্বত্রই গিয়েছেন।
এই পরিস্থিতিতে যেন বিরাট ব্যাটন দিয়ে যাচ্ছেন এমন একজনকে, যাকে দেখে খুশিতে ভরে উঠতে পারে কলকাতা তথা বাংলাবাসী। রিঙ্কু সিং সেই ক্রিকেটার, যিনি এ বারের বিশ্বকাপের (T20 World Cup 2024) মূল টিমে জায়গা পাননি। তা সত্ত্বেও বিরাট-রোহিতদের সঙ্গে নিউ ইয়র্ক থেকে শুরু করে ওয়েস্ট ইন্ডিজ সর্বত্রই গিয়েছেন।
গ্যালারিতে বসে ভারতের প্রতিটি ম্যাচ, পুরোটাই দেখেছেন রিঙ্কু সিং। ফাইনালেও তিনি ছিলেন গ্যালারিতে। আর ভারত বিশ্বকাপ জিততেই তিনিও উচ্ছ্বাস প্রকাশ করতে মাঠে নেমে পড়েন।
গ্যালারিতে বসে ভারতের প্রতিটি ম্যাচ, পুরোটাই দেখেছেন রিঙ্কু সিং। ফাইনালেও তিনি ছিলেন গ্যালারিতে। আর ভারত বিশ্বকাপ জিততেই তিনিও উচ্ছ্বাস প্রকাশ করতে মাঠে নেমে পড়েন।
দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে খুশির মুহূর্তে ভাংড়া নাচেন রিঙ্কু। ঠিক তখনই সেখানে যোগ দেন বিরাট কোহলি। সদ্য টি-২০ থেকে সরে যাওয়ার ঘোষণা করা বিরাটও নেচে ওঠেন রিঙ্কুদের সঙ্গে। আর এরপরই অনুরাগীদের প্রশ্ন, তাহলে বিরাটের জায়গায় এবার পাকাপোক্ত ভাবে দলে জায়গা করে নেবেন রিঙ্কু সিং?
দলের অন্যান্য ক্রিকেটারদের সঙ্গে খুশির মুহূর্তে ভাংড়া নাচেন রিঙ্কু। ঠিক তখনই সেখানে যোগ দেন বিরাট কোহলি। সদ্য টি-২০ থেকে সরে যাওয়ার ঘোষণা করা বিরাটও নেচে ওঠেন রিঙ্কুদের সঙ্গে। আর এরপরই অনুরাগীদের প্রশ্ন, তাহলে বিরাটের জায়গায় এবার পাকাপোক্ত ভাবে দলে জায়গা করে নেবেন রিঙ্কু সিং?
এ বছর আইপিএলেই বিরাট কোহলির কাছ থেকে দু’টি ব্যাট উপহার হিসাবে পেয়েছিলেন রিঙ্কু সিং। সেই কোহলিরই নকল করে দেখিয়েছিলেন কেকেআর ব্যাটার।
এ বছর আইপিএলেই বিরাট কোহলির কাছ থেকে দু’টি ব্যাট উপহার হিসাবে পেয়েছিলেন রিঙ্কু সিং। সেই কোহলিরই নকল করে দেখিয়েছিলেন কেকেআর ব্যাটার।
তিনি বলেছিলেন, “বিরাট ভাইয়ের খেলা আমি খুব দেখি। ও কী ভাবে ব্যাট করে, কী ভাবে খেলা এগিয়ে নিয়ে যায়, সেখান থেকে শেখার চেষ্টা করি।” তাহলে রিঙ্কু সিংয়ের হাতেই কি এবার উঠবে বিরাটের ব্যাটন? অনেক প্রাক্তন ক্রিকেটারই বলছেন, রিঙ্কুর মতো প্রতিভার সঙ্গে সুবিচার হওয়া উচিত। এবার কি সেই সময় আসতে চলেছে তবে?
তিনি বলেছিলেন, “বিরাট ভাইয়ের খেলা আমি খুব দেখি। ও কী ভাবে ব্যাট করে, কী ভাবে খেলা এগিয়ে নিয়ে যায়, সেখান থেকে শেখার চেষ্টা করি।” তাহলে রিঙ্কু সিংয়ের হাতেই কি এবার উঠবে বিরাটের ব্যাটন? অনেক প্রাক্তন ক্রিকেটারই বলছেন, রিঙ্কুর মতো প্রতিভার সঙ্গে সুবিচার হওয়া উচিত। এবার কি সেই সময় আসতে চলেছে তবে?