কোহলি আবার কিং, লঙ্কার বিরুদ্ধে ফের দুরন্ত শতরানে রানের পাহাড়ে টিম ইন্ডিয়া

#তিরুবন্তপুরম: গুয়াহাটি এবং তারপর কলকাতার ইডেনে পরপর দুটি ম্যাচ জয়ের পর শ্রীলংকার বিরুদ্ধে একদিনের সিরিজ আগেই জিতে গিয়েছিল ভারত। রবিবার তিরুবন্তপুরমে তৃতীয় একদিনের ম্যাচ ছিল কার্যত নিয়ম রক্ষার। তবে বিশ্বকাপের প্রস্তুতিতে ভারতীয় দল এই ম্যাচটাও জিতেও (৩-০) হোয়াইটওয়াশ করার লক্ষ্যেই নেমেছিল।

কোনও হালকা দেওয়ার জায়গা ছিল না ভারতের কাছে। কারণ জেতার মধ্যে থাকা একটা অভ্যাস। প্রতিপক্ষ যে দলই হোক না কেন। টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত। তার সঙ্গে ওপেনিং করতে নেমে শুভমন গিল দুর্দান্ত ব্যাট করলেন। ৯৫ রানের মাথায় প্রথম উইকেট পড়ল ভারতের। রোহিত করে গেলেন ৪২।

গুয়াহাটিতে সচিনের নজির স্পর্শ করেছিলেন তিনি। দেশের মাটিতে ২০টি শতরান হয়েছিল ভারতের প্রাক্তন অধিনায়কের। তার জন্য সচিনের থেকে অনেক কম ১০২টি ম্যাচ নিয়েছেন তিনি। ভারত-শ্রীলঙ্কা এক দিনের ক্রিকেটের লড়াইয়ে সব থেকে বেশি শতরান করার কৃতিত্ব এত দিন যৌথ ভাবে সচিন এবং কোহলির দখলে ছিল। দু’জনেই আটটি করে শতরান করেছিলেন।

শ্রীলঙ্কার বিরুদ্ধে সচিন ৮৪টি এক দিনের ম্যাচে আটটি শতরান করেছিলেন। গুয়াহাটিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে নিজের নবম শতরান করেন কোহলি। তার জন্য তিনি নিয়েছিলেন মাত্র ৪৮টি ম্যাচ। আজ তিরুবন্তপুরমের মাঠে ৭৪ নম্বর একদিনের সেঞ্চুরি হয়ে গেল তার। বুঝিয়ে দিচ্ছেন ঘরের মাঠে বিশ্বকাপের আগে চূড়ান্ত ফর্মে ফিরছেন তিনি।

সঠিক সময় জেগে উঠেছেন কিং কোহলি। আলাদা একটা খিদে লক্ষ্য করা যাচ্ছে। সেই পুরনো আগুন ফিরে এসেছে বিরাট কোহলির খেলায়। ৮৫ বলে ৭৪ নম্বর সেঞ্চুরি পূর্ণ করলেন কোহলি। একদিনের ক্রিকেটে ৪৬। সামনে শুধু সচিনের ৪৯ শতরান। আনন্দের জন্য সেঞ্চুরি করছেন বিরাট কোহলি দেখে মনে হচ্ছে।