আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিশেষ ঘুড়ি৷

Viswakarma Puja 2024: বিশ্বকর্মা পুজোতেও থামল না প্রতিবাদ, ন্যায়বিচারের দাবি নিয়ে আকাশে উড়ল ঘুড়ি

কলকাতা: আরজিকর কাণ্ডের প্রতিবাদে লাগাতার আন্দোলন চলছে রাজ্যজুড়ে। অলিগলি থেকে রাজপথ বাদ যায়নি খেলার মাঠও। এবার আকাশ দখল করে আরজিকর কাণ্ডের প্রতিবাদ করা হল। চাওয়া হল বিচারও। এদিন ঘুড়িতে প্রতিবাদের ভাষা লিখে আকাশে ওড়াল কিশোর বাহিনীর সদস্যরা। কোনও ঘুড়ির মধ্যে লেখা হয়েছিল ‘জাস্টিস ফর আরজিকর’। কোনওটাতে ‘তিলোত্তমার বিচার চাই৷’

আরজিকর কাণ্ডের প্রতিবাদের আঁচ সর্বত্র। এবার বিশ্বকর্মা পুজোতে আকাশে প্রতিবাদের নজির। বিচারের দাবিতে এবং সংহতির ঘুড়ি ওড়ানোর বার্তা নিয়ে সামিল হয়েছে কিশোর বাহিনী। রাজ্যজুড়ে সংগঠনের বিভিন্ন শাখা থেকে এভাবেই আজ আরজি কর কাণ্ডের বিচার চেয়ে প্রতিবাদ জানানো হচ্ছে। শিশু ও কিশোরদের সমাজ সচেতন করাই লক্ষ্য জানিয়েছেন আয়োজকরা।

আরও পড়ুন: কেন্দ্রশাসিত অঞ্চল হওয়ার পর এই প্রথম, বুধবার ভোটগ্রহণ শুরু জম্মু কাশ্মীরে

সংগঠনের পক্ষ থেকে সুবোধ রায় বলেন, “আমরা কিশোর বাহিনী শিক্ষা, স্বাস্থ্য, সেবা, দেশপ্রেম, বিশ্ব মৈত্র নিয়ে কাজ করি। এই কাজের মূল উদ্দেশ্য শিশুদের সুস্থ রুচি, সুস্থ মানসিকতা নিয়ে যেন গড়ে উঠতে পারে। আরজি করে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ জানিয়ে সবাই পথে নেমেছে। আমরাও আমাদের মতো করে এর বিরুদ্ধে রাস্তায় নেমেছি। এই প্রতিবাদ যেমন মেঠো পথ থেকে রাজপথে ছড়িয়ে পড়েছে। কিশোর বাহিনী ঘুড়ির মাধ্যমে সেটা আকাশে ছড়িয়ে দিয়েছে। মোট কথা তিলোত্তমা যতক্ষণ না বিচার পাচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় থাকব। আজকে আকাশ দখলের আহ্বান জানিয়েছি। সংঘতির আহ্বানে সবাইকে আমরা চাই। একসঙ্গে নিয়ে আওয়াজ তুলতে চাই ‘ফাইট ফর জাস্টিস।’

বিশ্বকর্মা পুজোতে কলকাতায় ঘুড়ি ওড়ানোই রীতি। পেটকাটি, চাঁদিয়াল, ময়ূরপঙ্খী, মুখপোড়া এরকম হরেক কিসিমের ঘুড়ি আকাশ দখল করে থাকে। কাটাকুটি খেলায় প্রতিপক্ষকে মাঞ্জা সুতোর জোর দেখানো হয়। দিন দিন এই ঘুড়ি ওড়ানোর শখ মানুষের কমে আসছে। ফলে আকাশ অনেকটা ফাঁকা হয়ে আসছে। তবে বিভিন্ন জায়গায় সংগঠিত ভাবে ঘুড়ি ওড়ানোর উদ্যোগ নেওয়া হয়ে থাকে। কিশোর বাহিনীর পক্ষ থেকে এবার এই উদ্যোগ নেওয়া হয়েছিল আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানানোর জন্য৷