India vs England: ব্যাট হাতে দুরন্ত সুন্দর, ভারতকে ফলো অনের সাহস দেখাল না ইংল্যান্ড

#চেন্নাই: ওয়াশিংটন সুন্দরের দুরন্ত ইনিংসে জমজমাট চেন্নাই টেস্ট৷ প্রথম ইনিংসে ২৪১ রানে পিছিয়ে থাকলেও সুন্দরের অপরাজিত ৮৫ রানের ইনিংসের সৌজন্যেই এখনও চেন্নাই টেস্টে লড়াইয়ের জায়গায় রয়েছে ভারত৷ এ দিন ৩৩৭ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস৷ তবে সুযোগ থাকলেও ভারতকে ফলো অন করানোর সাহস দেখাতে পারেননি ইংল্যান্ড অধিনায়ক জো রুট৷ সম্ভবত চতুর্থ ইনিংসে চেন্নাইয়ে ঘূর্ণি পিচে ব্যাটিংয়ের ঝুঁকি নিতে চায়নি ইংল্যান্ড৷ দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুতেই বার্নসের উইকেট হারিয়েছে ইংল্যান্ড৷ চতুর্থ দিনের মধ্যাহ্নভোজের বিরতিতে ১ রানে ১ উইকেট হারিয়েছে ইংল্যান্ড৷ ভারতীয় স্পিনাররা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন চেন্নাইয়ের পিচে, তার উপরে অনেকটাই নির্ভর করছে টেস্টের ভবিষ্যৎ৷

তৃতীয় দিনের শেষে ৬ উইকেট হারিয়ে ২৫৭ তুলে প্রবল চাপের মধ্যে ছিল ভারত৷ ক্রিজে ছিলেন সুন্দর এবং অশ্বিন৷ ফলে এ দিন সকালে দ্রুত ভারতের চার উইকেট ফেলে দিয়ে কোহলিদের চেপে ধরাই ছিল ইংল্যান্ড অধিনায়ক জো রুটের লক্ষ্য৷ কিন্তুু ইংরেজদের সেই পরিকল্পনায় জল ঢেলে দেন সুন্দর৷ পাল্টা আক্রমণে চাপে ফেলে দেন বিপক্ষকে৷ ১৩৮ বলে ৮৫ রানের অপরাজিত ইনিংস খেলতে গিয়ে ১২টি চার, ২টি ছয় মেরেছেন সুন্দর৷ তাঁর ইনিংস দেখে মনে হয়েছে, একজন বিশেষজ্ঞ ব্যাটসম্যানই যেন কঠিন পরিস্থিতিতে ব্যাট করছেন৷

এর আগে অস্ট্রেলিয়ার মাটিতেও ব্যাট হাতে দলকে ভরসা দিয়েছিলেন ওয়াশিংটন৷ কিন্তু সেটা যে চমক ছিল না, চেন্নাই টেস্টে প্রবল চাপের মুখে তা ফের একবার প্রমাণ করে দিলেন বাঁহাতি অলরাউন্ডার ব্যাটসম্যান৷ এ দিন আন্ডারসন, আর্চারের গতি, সু্ইংয়ের পাশাপাশি দুই ইংরেজ স্পিনার লিচ আর বেসকেও স্বচ্ছন্দে সামলেছেন সুন্দর৷ চেন্নাইয়ে নিজের ঘরের মাঠেই টেস্ট ক্রিকেটে নিজের অর্ধশতরান পূর্ণ করে ফেলেন তিনি৷ ব্যাট হাতে বুমরা, নাদিমরা যদি তাঁর সঙ্গে একটু উইকেটে টিকে থাকতে পারতেন, তাহলে হয়তো টেস্টে প্রথম শতরানটাও পেয়ে যেতে পারতেন সুন্দর৷

তবে চেন্নাইয়ের উইকেট যে ভাঙতে শুরু করেছে তা ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসের শুরুতেই বোঝা গিয়েছে৷ মাত্র ২ ওভার ব্যাট করেই প্রথম উইকেট হারিয়েছে ইংল্যান্ড৷ বাঁ হাতি ওপেনার বার্নসে ফিরিয়ে দিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন৷ ব্যাটের পর বল হাতেও অশ্বিনের সঙ্গে সুন্দর যদি ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন, তাহলে ইংল্যান্ডের কাজটা আরও কঠিন হবে৷ এ ছাড়াও আর এক স্পিনার শাহবাজ নাদিমও রয়েছেন৷ সবমিলিয়ে জমজমাট চেন্নাই টেস্ট৷