নীতা আম্বানি।

India House: অলিম্পিক্সের ইন্ডিয়া হাউজ ঘুরিয়ে দেখালেন নীতা আম্বানি, দেখা মিলল ভারতীয় শিল্প-সংস্কৃতির ঝলক

প্যারিস: শুরু হয়ে গিয়েছে প্যারিস অলিম্পিক্স। মনু ভাকেরের হাত ধরে প্রথম পদকের স্বাদ পেয়েছে দেশ। এর মধ্যেই অলিম্পিক্সের ইন্ডিয়া হাউজ ঘুরিয়ে দেখালেন আইওসি সদস্য এবং রিলায়েন্স ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং চেয়ারপার্সন নীতা আম্বানি।

ইন্ডিয়া হাউজ ভারতীয় ক্রীড়াবিদদের ঘর। বাড়ি থেকে বহু দূরে থেকেও এখানে ঘরের স্বাদ পাবেন খেলোয়াড়রা। রিলায়েন্স ফাউন্ডেশন এবং ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ইন্ডিয়া হাউজ। বিশ্ব ক্রীড়ার মানচিত্রে দেশ এবং ভবিষ্যতে দেশের মাটিতে অলিম্পিক আয়োজনের আকাঙ্ক্ষা নিয়েই ইন্ডিয়া হাউজ নির্মাণ করা হয়েছে।

আরও পড়ুন: দোকানে মদের দাম বেশি নিচ্ছে? হতে পারে ১ লক্ষ টাকা জরিমানা, বাতিল হতে পারে লাইসেন্স

ইন্ডিয়া হাউজের একটি ভিডিও শেয়ার করেছেন নীতা আম্বানি। ভারতীয় ঐতিহ্য এবং পরম্পরার কথাও তুলে ধরেন নীতা। তিনি বলেন, “দেশের ঐতিহ্য, দেশের শিল্প ও সংস্কৃতি তুলে ধরা হচ্ছে ইন্ডিয়া হাউজে। ক্রীড়াবিদদের জন্য তো বটেই, গোটা বিশ্বের সামনে ইন্ডিয়া হাউজ উদাহরণ হয়ে থাকবে।“ সঙ্গে তিনি জানান, “ভারতীয় নাচ, গান এবং ঐতিহ্যকে তুলে ধরা হচ্ছে এবং অবশ্যই ভারতীয় খাবার এবং বলিউড গান। এগুলো ছাড়া ভারতে কোনও উদযাপন হয় না।“ ইন্ডিয়া হাউজ লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গায়ক শান। মঞ্চে পারফর্মও করেন তিনি। ভিডিওতে ইন্ডিয়া হাউজের অন্যান্য অতিথিদের সঙ্গে গানের তালে পা মেলাতে দেখা যায় নীতা আম্বানিকেও।

আরও পড়ুন: হাওড়া-মুম্বই মেলে মৃত বেড়ে ৩, দুর্ঘটনাগ্রস্তদের সাহায্যে একাধিক পদক্ষপ, দেওয়া হচ্ছে ক্ষতিপূরণ

২৬ জুলাই থেকে শুরু হয়েছে অলিম্পিক। শেষ হবে ১১ অগাস্ট। ইন্ডিয়া হাউজের তারকাখচিত উদ্বোধনী অনুষ্ঠানে আইওসি কর্মকর্তা ও প্রশাসকদের পাশাপাশি ভারতের নামীদামি ব্যক্তিত্বরাও উপস্থিত ছিলেন। রিলায়েন্স ফাউন্ডেশনের মিডিয়া রিপোর্ট অনুযায়ী, প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে ইন্ডিয়া হাউজের উদ্বোধন করেন নীতা আম্বানি। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইওসি কমিটির সদস্য সের মিয়াং এনজি, ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি পিটি ঊষা, ফ্রান্সে ভারতের রাষ্ট্রদূত জাভেদ আশরাফ; বিসিসিআই সচিব জয় শাহ, অলিম্পিক স্বর্ণপদক বিজয়ী অভিনব বিন্দ্রা প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে নীতা আম্বানি বলেন, “সবাইকে স্বাগতম। ১.৪ মিলিয়ন ভারতীয়ের স্বপ্ন জড়িয়ে রয়েছে ইন্ডিয়া হাউজের সঙ্গে। ভারতের মাটিতে অলিম্পিকের আসর বসানোই আমাদের স্বপ্ন”।