সমুদ্র পাড়ে ৭২ বার ডিগবাজি, রেকর্ড এক রত্তি ছেলের

দশ কুড়ি নয়, পর পর ৭২ ! চোখের পলক পড়ার আগেই কোনও বিশ্রাম না নিয়েই পর পর সামারসল্ট বাচ্চা ছেলের ৷ এমন অবিশ্বাস্য ক্ষমতা দেখে তাজ্জব সোশ্যাল মিডিয়া ৷ বড় বড় জিমন্যাস্টদেরও এমন পরের পর ডিগবাজি দিতে কালঘাম ছুটে যায়, সেখানে অবলীলায় না হাঁফিয়ে তা করেই চলেছে বাচ্চা ছেলেটি ৷ ফিট ইন্ডিয়ার ট্যুইটার হ্যান্ডেল থেকে ভাইরাল হওয়া ভিডিও দেখে তাক লেগে গিয়েছে নেটিজেনদের ৷ শুধু তাই নয়, এমন অসাধারণ এক প্রতিভার পারফর্মমেন্সের ভিডিওটি কেন্দ্রীয় ক্রীড়াপ্রতীমন্ত্রী কিরেন রিজিজু এবং সাইকেও ট্যাগ করা হয়েছে ৷ এমনকি ভারতের জাতীয় জিমন্যাস্ট টিমে ছেলেটিকে সুযোগ করে দেওয়ার দাবি উঠেছে ৷যদিও কিশোরের কোনও পরিচয় এখনও জানা যায়নি৷

ভিডিওটিতে দেখা যাচ্ছে সমুদ্রের বালির বীচের পাশের রাস্তা থেকে উল্টোদিকে ডিগবাজি দিতে শুরু করেছে এক কিশোর ৷ জোরে জোরে কাউন্ট ও ভিডিও করছে আরেকজন ৷ এক থেকে দুই বলার আগেই চোখের নিমেষে তিন নম্বর ডিগবাজিতে পৌঁছে গিয়েছে বাচ্চাটি, এমনই তাঁর গতিবেগ ৷  রাস্তা পেরিয়ে শুকনো বালির বিচ, তা পেরিয়ে ভেজা বালি ছেড়ে সমু্দ্রের কাছে গিয়ে শেষ হচ্ছে ডিগবাজির ‘দৌড়’ ৷ ততক্ষণে এক নিশ্বাসে চোখ ধাঁধানো ৭২টি ডিগবাজি দিয়ে ফেলেছে ওই কিশোর ৷ বিশ্বাস না হলে নিজেই দেখে নিন সেই ভিডিও-