Gujarat Rain: গুজরাতে অব্যাহত বৃষ্টির দাপট, প্রবল বর্ষণে রাস্তা ধসে উল্টে গেল গাড়ি; রাস্তাঘাটও জলের তলায়

গুজরাত:  তীব্র তাপপ্রবাহের জ্বালা জুড়োতে দেশের প্রায় সমস্ত অংশেই এসে গিয়েছে বর্ষা। এদিকে বর্ষা আসতে না আসতেই দেশের বেশ কিছু অংশে শুরু হয়ে গিয়েছে প্রবল বৃষ্টিপাত। যা ব্যাপক ভাবে প্রভাব ফেলছে স্বাভাবিক জনজীবনের উপর। এদিকে গুজরাত জুড়েও শুরু হয়েছে বৃষ্টি। গান্ধিনগরে প্রবল বর্ষণের জেরে ধস নেমেছে রাস্তার একটি অংশে। আর সেই গর্তেই উল্টে গেল একটি গাড়ি। গান্ধিনগরের এহেন দৃশ্য ধরা পড়েছে ক্যামেরাতেও।

সংবাদ সংস্থা পিটিআই-এর তরফে সেই গাড়ি উল্টে যাওয়ার ছবি শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে, রাস্তার একটা অংশ ধসে গিয়ে সেখানে একটা বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। আর সেই গর্তে পড়ে উল্টে গিয়েছে একটি সাদা রঙে গাড়ি। আবার অন্য একটি ঘটনায় গুজরাতের আহমেদাবাদ শহরের শেলা এলাকাতেও প্রবল বর্ষণের জেরে রাস্তায় নেমেছে ধস।

আরও পড়ুন: মুহূর্তের মধ্যেই হড়পা বানে ভেসে গেল এক পরিবারের ৪ সদস্য! সামনে এল মহারাষ্ট্রের হাড়হিম করা ভিডিও

রবিবার গুজরাতের বিভিন্ন অংশে চলছে প্রবল বৃষ্টি। এতে বিপর্যস্ত হচ্ছে স্বাভাবিক জনজীবন। মাত্র কয়েক ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন শহরের পথঘাট।

আহমেদাবাদ এবং সুরাত শহরের রাস্তাঘাটে জমে রয়েছে জল। এদিকে সুরাত রাজ্যের পালসানা তালুকায় মাত্র ১০ ঘণ্টায় প্রায় ১৫৩ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। যা গোটা রাজ্যের মধ্যে সর্বোচ্চ। সেখানে আপাতত রাস্তাঘাট চলে গিয়েছে জলের তলায়।

আরও পড়ুন:  সোমবার থেকেই আইনকানুন বদলে যাচ্ছে দেশে, ব্রিটিশ আমলের বিধির বদলে এবার মোদি সরকারের নতুন ‘ক্রিমিনাল ল’

রাস্তাঘাটে জল জমে যাওয়ায় ব্যাহত হচ্ছে যান চলাচলও। আধিকারিকদের বক্তব্য, আসলে প্রবল বর্ষণের জেরে সুরাত, ভুজ, ভাপি, ভারুচ এবং আহমেদাবাদ শহরের অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি জলের তলায় চলে গিয়েছে।

সেই সঙ্গে কিছু কিছু আন্ডারপাসও জলমগ্ন হয়ে পড়েছে এবং বেশ কিছু রাস্তাঘাটেও জমে গিয়েছে জল। এর জেরে যান চলাচলের উপর পড়েছে ব্যাপক প্রভাব। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে যে, আপাতত গুজরাত জুড়ে এই বৃষ্টি জারি থাকবে। আগামী চার দিন ধরে চলবে বৃষ্টির দাপট।