Thomas Muller: কোহলিকে ধন্যবাদ, ভারতের জার্সি পরে টিম ইন্ডিয়াকে সেমিফাইনালের আগে শুভেচ্ছা জানালেন থমাস মুলার

মুম্বই: লিগ পর্বের সব খেলা শেষ ৷ এবার শুরু হবে নক আউটের লড়াই ৷ অর্থাৎ সেমিফাইনাল ম্যাচ ৷ মুম্বইয়ের ওয়াংখেড়েতে প্রথম সেমিফাইনালে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত ৷ গতবার সেমিফাইনালে কিউইদের বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয়েছিল টিম ইন্ডিয়াকে ৷ এবার তার বদলা নিতে মরিয়া রোহিতরা ৷ সেমিফাইনাল ম্যাচের আগে সুদূর জার্মানি থেকেও ভারতীয় ক্রিকেটারদের জন্য ভেসে এল শুভেচ্ছাবার্তা ৷ বিখ্যাত জার্মান ফুটবলার থমাস মুলার বিরাট কোহলিকে ধন্যবাদ জানানোর পাশাপাশি ভারতীয় দলের জার্সি পরে টিম ইন্ডিয়াকে ভিডিও শুভেচ্ছাবার্তাও পাঠালেন ৷ 

আরও পড়ুন? উত্তরাখণ্ডে টানেল বিপর্যয়ে আটকে বাংলার ৩ শ্রমিক, উদ্ধারকাজ নিয়ে খোঁজ নিলেন শুভেন্দু

নিজের সোশ্যাল মিডিয়ায় মুলার এক ভিডিও আপলোড করেছেন মুলার যেখানে দেখা যাচ্ছে বেশ আনন্দের সঙ্গেই ভারতীয় দলের জার্সি পরে মুলার ভারতীয় দলকে শুভেচ্ছাবার্তা জানান। নিজের পোস্টটির ক্যাপশনে মুলার লেখেন, ‘‘এই দেখো বিরাট কোহলি। শার্টটির জন্য অনেক ধন্যবাদ। বিশ্বকাপের জন্য টিম ইন্ডিয়াকে অনেক শুভেচ্ছা।’’ মুলারের ক্যাপশন দেখেই স্পষ্ট যে তাঁকে ভারতের জাতীয় দলের এই জার্সিটি উপহার হিসেবে পাঠিয়েছেন বিরাট কোহলি ৷

টানা ন’ম্যাচ জিতে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত। টুর্নামেন্টের বাকি সব দলকেই হারিয়েছেন রোহিত শর্মারা। তবু নক আউট পর্বের আগে সতর্ক তাঁরা। কারণ, এই পর্বে হার মানেই বিদায়।