Yaas Cyclone: দেখছেন কি, ওড়িশার ল্যান্ডফলের পর শুধুই ধ্বংসলীলা, ভয়াবহতার ১০ দিক

#কলকাতা: বঙ্গোপসাগরীয় খাঁড়িতে (Bay Of Bengal)  তৈরি হওয়া সাইক্লোন (Yaas Cyclone) -র ল্যান্ডফল হয়ে গেছে ওড়িশার  (Odisha) ধামরাতে৷ পশ্চিমবঙ্গে  (West Bengal)  -র উপকূল এলাকাতেও বিস্তৃর্ণভাবে এর প্রভাব পড়ছে৷ ওড়িশা থেকে পশ্চিমবঙ্গ সাইক্লোন আসার আগে থেকেই ভয়াবহতার চরম নিদর্শন দেখা যেতে শুরু করেছে৷ সমস্ত এলাকায় প্রচণ্ড বৃষ্টি থেকে ঝড় সবকিছুতেই ক্ষয়ক্ষতি হয়েছে৷ দেখে নিন একাধিক ভিডিও৷

এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের একাধিক জেলা জলের নিচে চলে গেছে৷ তারমধ্যে আতঙ্ক একদিন আগে আরও বেড়েছিল স্থানীয় টর্নেডো হওয়ায়৷ এতেও স্থানীয় এলাকায় প্রচুর বাড়ি ঘরের ক্ষতি হয়ে গেছে৷

আইএমডি অনুযায়ি ওড়িশাতে ল্যান্ডফল হওয়ার পর ৪-৫ ঘণ্টা এই ঝড়ের মারণ ক্ষয়ক্ষতি করার ক্ষমতা থাকবে৷ এদিন সকাল ৯ টা থেকে ল্যান্ডফল শুরু হয়ে যায়৷